লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গ্রেফতার, নির্যাতনের প্রতিবাদ ও মুক্তির দাবীতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার(১২ অক্টোবর) দুপুরে জেলা যুবদলের আয়োজনে শহরের চকবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপণূ সড়ক প্রদক্ষিন শেষে করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন,সাধারন সম্পাদক আবদুল আলীম হুমায়ুন, যুবদল নেতা রশিদুল হাসানা লিংকন, স্বেচ্ছাসেবকদলের সভাপতি এডভোকেট মহসিন কবির স্বপন ও সাধারন সম্পাদক হারুনুর রশিদ, যুবদল সামছুল আলম মামুন প্রমুখ।
এসময় তারা বলেন, রাতের অন্ধকারে দরজা ভেঙ্গে টেনে হিছড়ে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গ্রেফতার করে পুলিশ। পরে থানায় নিয়ে নির্যাতন করে। অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারাী দেন তারা। এইভাবে হামলা,মামলা ও গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবেনা।
৩০৬ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১২ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২১ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩২৩ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩২৭ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৩৩ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৩৬ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে