বিএনপি বিধ্বংসী খেলায় মেতে উঠেছে। তারা অপরাজনীতি করছে। তারা এখন সহিংসতার পরিকল্পনা করছে। আগামীকাল টানেল উদ্ভোধন হবে,সে উন্নয়ন প্রতিহত করতেই তারা বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকা যাচ্ছে। তাদরেকে কোন বিশৃংখলা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। তাই দেশের মানুষের জানমালের নিরাপত্ত্না নিশ্চিত করতে বাংলাদেশের মানুষই তাদের প্রতিহত করবে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছেনা। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকী এদেশের মানুষ পছন্দ করেনা। এদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগনই তাদের প্রতিহত করবে, জনগন তাদের এসবের জবাব দেবে। আমরা আওয়ামী লীগ মানবতার কাজ করি আর বিএনপি দানবীয় কাজ করে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ নুর উদ্দীন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান কবির জগলুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল, লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাষ্টার প্রমুখ।
এর আগে তিনি রায়পুর সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন, রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন করেন এবং আর্টস্কুল পরিদর্শন করেন।
৩০৬ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩১২ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২১ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৩২৩ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২৪ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৩২৭ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৩৩ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩৩৬ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে