আবারো থমকে গেল চৌধূরীর সড়কের সংস্কার কাজ।
মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া)ঃ- লোহাগাড়া সদর ইউনিয়নের চৌধূরী সড়ক নিয়ে বিভিন্ন গনমাধ্যমে বহু লেখালেখির পর সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরে এল সড়কের দুর্দশার চিত্র। উন্নয়নের এই মহা জোয়ারে এই সড়কটি বরাবরই অবহেলিত। কিছুদিন পূর্বে সড়কটির সংস্কার কাজ শুরু হয় এবং দুপাশে ইট দিয়ে দেওয়ালের মত তৈয়ার করে দেওয়া হয়। সংস্কার কাজে ব্যবহৃত গাড়ি দিয়ে মাটি খনন ক্রমে সমান করে দেওয়া হয়। এই দৃশ্য দেখে মানুষের মনে কিছুটা সস্থি ফিরে আসে। কিন্তু মানুষের এই সস্থি বা আশা আবারো থমকে গেল হঠাৎ বৃষ্টির পানি। বৃষ্টির পানি জমে কাদা হয়ে যায় সড়কটিতে। তাতে সি,এন জি চলাচলের কারণে আরো মারাত্বক পরিস্থিতির সৃষ্টি হয়। বর্তমানে সড়কটি যান চলাচল বা মানুষ চলাচলের সম্পুর্ণ অনুপোযুগী হয়ে পড়েছে। সড়কটি সংস্কার করতে আরো বহু কাজ অবশিষ্ট রহিয়াছে। কিন্তু সংশ্লিষ্ট কতৃপক্ষের যথাযত পদক্ষেপ গ্রহনে কোন কায্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। তাই এলাকার মানুষের ধারণা, মানুষের এই দুর্দশা যাবে না।