মুন্সি শাহাব উদ্দিন (চট্টগ্রাম লোহাগাড়া) :- বর্ষার আগমনে গুড়ি গুড়ি বৃষ্টি। জনমনে সস্তির নিশ্বাস। তবে লোহাগাড়া চৌধুরী সড়ক দিয়ে যাদের যাতায়াত, তাদের বিশ্বাস ছিল শূন্যের কোঠায়। এই বর্ষায় হয়ত আর সংস্কার হবে না চৌধুরী সড়কের এই অংশটি। এমনকি দুপাশের আবাসিক বিল্ডিং এ বসবাসকারী ও দোকানিরা একেবারে নিরাশ হয়ে গিয়েছিল। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় বিষয়টি নিয়ে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষ আর থেমে থাকেনি। তারা বিষয়টি অতি গুরুত্বের সহিত বিবেচনা করল। আর পুরুদমে কাজ করে চৌধুরী সড়কের নষ্ট অংশটি সংস্কার করে তথা পিচ ঢালায় করে চলাচলের উপযোগী করে দিল। তাতে পথচারীদের আর তেমন কষ্ট হবে না চলাচল করতে। মানুষ চেয়েছিল বর্ষার আগে যেন দূর্দশা কেটে যায়। চাওয়া মত পাওয়া। পিচ ঢালায় এর মধ্যে দিয়ে এই দূর্দশার অবসান হল।
২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে