মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)
পথে প্রতিবন্ধকতা সভ্য সমাজে মোটেই কাম্য নহে। তাই আজ ১৮ ডিসেম্বর সোমবার বেলা ২টার সময় বিজ্ঞ আদালতের আদেশক্রমে চলাচলের পথে প্রতিবন্ধকতা অপসারণ করে উম্মুক্ত করে দিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল। ঘটনাটি ঘটেছে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিবিবিলা এলাকার বাসিন্দা স্বপন দাশ, সে পেশায় একজন স্বাস্থ্যকর্মি। পরিবার পরিজন নিয়ে বিবিবিলা থাকে। তবে তার প্রতিবেশী ডাঃ অনিল নাথ তার চলাচল পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এক পর্য্যায়ে পুরোপুরি চলাচল পথ বন্ধ করে দেয়।
ফলে স্বপন দাশ ও তার পরিবারকে অতি কষ্টে অন্যের জমি দিয়ে চলাচল করতে হয়। তাই স্বপন দাশ বাধ্য হয়ে চলাচল পথ উম্মুক্ত করে দেওয়ার জন্য ফৌজদারী কার্য্যবিধির ১৪৭ ধারায় বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করার জন্য লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) কে প্রেরণ করেন। তদন্তক্রমে লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি ) বিজ্ঞ আদালতে তদন্ত প্রতিবেদন প্ররণ করেন।
প্রতিবেদন প্রাপ্তে ২৩ নভেম্বর বিজ্ঞ আদালত আদেশ প্রচার করেন। বিজ্ঞ আদালত আদেশে উল্লেখ করেন, এসি ল্যান্ড লোহাগাড়ার উপস্থিথিতে ওসি লোহাগাড়া চলাচলের পথের প্রতিবন্ধতা অপসারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আদেশের মর্মমতে লোহাগাড়া সহকারী কমিশনার ( ভূমি) আজ সোমবার বেলা ২টার সময় ঘটনাস্থল তথা চরম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিবিবিলা এলাকায় উপস্থিথ হয়ে থানা পুলিশের সহযোগিতায় চলাচল পথে প্রতিবন্ধকতা অপসারণ পূর্বক চলাচল পথ উম্মুক্ত করে দেন।
এ সময় লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) এর সাথে কানুনগো সহ অফিসের কর্মচারী, এস আই রাইহান সঙ্গীয় ফোর্স সহ এলাকার লোকজন উপস্থিথ ছিলেন।
স্বপন কান্তি নাথ তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, বেশ কিছুদিন ধরে আমার চলাচলের পথটা বন্ধ করে দেন। আমি খুব কষ্টভোগ করছি। আমি বিলের মাঝ দিয়ে পানি দিয়ে খুব কষ্ট করে যাতায়ত করেছি।
ওরা নির্যাতন করে আমার রাস্তাটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ অনিল ডাক্তাররা, ওনি আমার চাচাত ভাই, ওনি আমার বাড়ীর পাশে, আমার চলাচল পথটা বন্ধ করে দিয়েছে। আজ ১৮ ডিসেম্বর সোমবার বিজ্ঞ আদালতের আদেশক্রমে বিকেল দুই টার সময় সহকারী কমিশনার ( ভূমি) ম্যাডাম বিরোধীয় স্থানে উপস্থিথ হয়ে চলাচল পথটা খুলে দেওয়ায় আমি আন্তরিকভাবে খুশি হয়েছি এবং আমি প্রধান মন্ত্রিকে ধন্যবাদ জানায়, পথটা কিছু সময় বন্ধ করে কিছু সময় খুলে দেয়, এভাবে বেশ কিছু দিন যায়, আজ থেকে প্রায় তিন মাস ধরে বন্ধ করে দেয়, আমি বাড়ী নির্মাণ করার সব নির্মাণ সামগ্রী এই পথ দিয়ে নিয়েছি, আজ চলাচলের পথ উম্মুক্ত করে দেওয়া আমি খুব খুশি হয়েছি, আমি এসি ল্যান্ড মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।
২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে