মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আবদুল আলিম সিকদার পাড়ায় ছয়টি বসত বাড়ীতে আগুন লাগলে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে বাড়ীতে থাকা সবকিছু। শনিবার ভোর সাড়ে ৪টার সময় আগুন লাগার ঘটনাটি ঘটে। সংবাদ প্রাপ্তে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায় এবং প্রায় ১ ঘন্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে সাথে সাথে আগুনের আগুন লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় বাড়ীতে থাকা কোন আসবাব পত্র কেউ বের করতে পারেনি।বর্তমানে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার খোলা আকাশের নিবে মানবেতর দিন কাটছে। তাদের দাবীমতে ১৬ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।