মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম।
একুশ না হলে আমরা মায়ের ভাষায় কথা বলতে পারতাম না। পাকিস্তানিরা চেয়েছিল বাঙ্গালীর মায়ের ভাষা কেড়ে নিয়ে তাদের উর্দূকে প্রতিষ্টিত করতে। ফলে শুরু হয় ৫্২ এর ভাষা আন্দোলন। ভাষার জন্য এই দিনে প্রাণ দিল সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকে। তাই বাঙ্গালী জাতি এই দিনটাকে শ্রদ্বাভরে স্বরণ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়া উপজেলা কমিটির পক্ষ হতে আজ ২১ ফেব্রুয়ারী বুধবার আধুনগরস্থ অস্থায়ী কার্য্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ্উপস্থিথ ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক বায়োজিদ পত্রিকার প্রতিনিধি প্রবীণ সাংবাদিক মাহমুদুল হক চৌধূরী, সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মুন্সি শাহাব উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জিয়া হোসেন, ভার্চুয়ালী অংশ গ্রহন করেন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সংগ্রাম প্রতিদিন এর প্রতিনিধি মোহাং হেলাল চৌধূরী, অর্থ সম্পাদক ও দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি মোহাং জিহান, প্রচার সম্পাদক দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোরশেদ আলম, সহ-সংগঠনিক সম্পাদক মোহাং আনিস সহ সকলে উপস্থিথ ছিলেন। জিয়া হোসেন কতৃক পবিত্র কুরাণ পাঠের মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যতে বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে আমার মায়ের ভাষার সম্মান রক্ষা করতে হবে, লিখতে হবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে।