মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
মাহে রমজানে লোহাগাড়া বটতলীতে যানজট নিরসনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন লোহাগাড়া থানা প্রশাসন। আজ ১৪ মার্চ বুধবার লোহাগাড়া থানার ওসি রাশেদুল হকের নেতৃত্বে লোহাগাড়া বটতলীতে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়।বটতলী মহাসড়কে অবৈধভাবে সি এন জি, অটো বিক্সা, মোটর সাইকেল পার্কিং ও ভাসমান দোকান অপসারণ করেন ওসি রাশেদুল হক। একইভাবে দরবেশ হাট রোড ও অন্যান্য সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। ফলে যানজট মুক্ত হয় সড়ক ও মহাসড়ক। ওসি রাশেদুল হক বলেন, লোহাগাড়ার মানুষ সবাই জানে যে আমি যোগদান করার পর থেকে অনেকবার এখানে অভিযান পরিচালনা করছি, এই কার্যত অভিযানটা আমরা যতক্ষণ থাকি অথবা একটা দিন বা দুদিন থাকে, তারপর আবারো পুনরায় তার একই জায়গায় চলে যায়, এই অবস্থা থেকে চাচ্ছি স্থায়ী উত্তোরণ, তা করতে গেলে আপনারা জানেন কদিন আগেও আমাদের সাথে বাজার সমিতি, মালিক সমিতির সাথে আমাদের একটা বৈঠক হয়েছিল উপজেলা পরিষদ কার্য্যলয়ে, ওখানে আমরা ষ্পষ্টতঃ বলেছি আপনারা বাজার পরিচালনা কমিটির পদদারী আছেন সভাপতি সেক্রেটারী আছেন আমাদের সাথে বসেন, লোকবল দেন আমরা আপনাদের হেল্প করব। কারণ মার্কেটের সামনে কোন পার্কিং নাই, গাড়িগুলো কোথায় রাখবে কোথায় তার ব্যবস্থা নাই।ওসি লোহাগাড়া থানা বলেন, যানজট সমস্যাটা অতি পুরাতন, তাই যারা বাজার কমিটি আছে, মার্কেট পরিচালনা কমিটি আছেন তাদের সম্মলিত প্রয়াস ছাড়া এই অবস্থা থেকে উত্তোরণ সম্ভব নয়। তবে আমাদের এই অভিযান চলবে, আমরা পিছনে যাবনা।