মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি ( চট্টগ্রাম)
লোহাগাড়া উপজেলার স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্টান বড়হাতিয়া গারাংগিয়া সেনের হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২০২৪ এ বিনা বিনা প্রতিদন্ধিতায় অভিভাবক সদস্য নির্বাচিত হলেন সমশুল আলম। তিনি বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাসেম মুন্সির পাড়ার মৃত আব্দুল লতিফের পুত্র। পেশায় সে আইনজীবি সহকারী হিসাবে সাতকানিয়া চৌকি আদালতে কর্মরত। গত ৩রা এপ্রিল সমশুল আলমকে কমিটি কতৃক বিনা প্রতিদন্ধিতায় অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ণ মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাদাসিদে জীবণ যাপনে সে অভ্যস্ত। ফলেশ্রুতিতে চলতি বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার সাথে অন্যকেউ প্রতিদন্ধিতা করেন নি। তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি এলাকার সাধারণ মানুষ, আমি বি.জি সেনের হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২০২৪ এ অভিভাবক সদস্য নির্বাচিত হয়ে অত্যান্ত আনন্দিত। সেই সাথে গুরু দায়িত্ব হিসাবে ,মাথায় রেখে আমি বিদ্যালয়ের উন্নয়ণ মূলক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রাখব, আমি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী যাতে পড়াশুনা করতে অসুবিধার সম্মুখীন না হয় সেদিক লক্ষ্যে রাখে কাজ করে যাব। শুধু তাই নয়, কোন গরীব শিক্ষার্থীর যাতে অর্থের অভাবে মাঝপথে পড়াশুনা বন্ধ হয়ে না যায় তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ আমি বেচে থাকতে কোন গরীব শিক্ষার্থী পড়াশুনা হতে বঞ্চিত হবে না, এটাই আমার দৃঢ় প্রতিজ্ঞা। আমি বি.জি সেনের হাট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২০২৪ অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় স্কুল কমিটি ও এলাকার সর্বস্থরের মানুষের কাছে কৃতজ্ঞ জানাচ্ছি।