আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মিরা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। চলছে মিষ্টি বিতরণ। ফলে বিকাল হলেই মিষ্টির দোকান খালি হয়ে যাচ্ছে। আবার কোন কোন মিষ্টির দোকানে মিষ্টির জন্য লাইন দিয়ে মানুষ দাড়িয়ে আছে। এ ভাবে চলছে সারাদেশে মানুষের আনন্দ উল্লাস। এরই ধারাবাহিকতায় আজ ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আয়োজনে এক আনন্দ মিছিল বের করা হয়। তারা এই আনন্দ মিছিল নিয়ে বটতলী মোটর স্টেশনে মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব প্রদান করেন ছাত্র নেতারা। মিছিল শেষে ছাত্ররা বক্তব্য প্রদান করেন। তারা দেশের সকল মানুষকে শান্ত থাকার আহ্বান করেন।
২ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২৮ মিনিট আগে