চট্রগ্রাম জেলার লোহাগাড়া থানার কার্যক্রম সাময়িক বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে। তবে তা থানা ভবনে নয়। অস্থায়ী ভাবে চলবে লোহাগাড়া বটতলীস্থ সিটিজেন পার্কে। যতদিন না থানা ভবন সংস্কার হবে। ত্রিশজন পুলিশ সদস্য থানায় যোগদান করছেন এবং এ এপর্যন্ত এগারটির মত অভিযোগ দায়ের হয়েছে মর্মে জানা যায়। লোহাগাড়া সিটিজেন পার্কের মালিক ইনজামুল হকের ভাষ্যমতে লোহাগাড়ার মানুষ যাতে আইনী সহায়তা পায়, সে জন্য পুলিশের যতদিন প্রয়োজন মনে হয় সিটিজেন পার্ক অস্থায়ী থানা হিসাবে ব্যবহার ও কার্যক্রম অব্যাহত রাখবে, থানা ভবন সংস্কার না হওয়া অবদি। লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম সকলকে অস্থায়ী থানা কার্যালয়ে এসে সেবা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। প্রসঙ্গত: উল্লেখ্য যে, ৫ আগস্ট সরকার পতনের দিন দুর্বৃত্তরা থানায় অগ্নিসংযোগ ও ভাংচুর করে মারাত্মকভাবে ক্ষতি সাধন করিয়াছে। ফলে পুলিশ যায় কর্ম বিরতিতে।
২ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে