চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলায় অবস্থিত আধুনগর ইউনিয়ন। আধুনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুষ্কৃতকারীরা ছাত্রদের নাম ভাঙ্গিয়ে মাঠে সরব হতে চায়। তাদের সকলের পরিচয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ নানান অঙ্গ সংগঠনের সুবিধাভোগী কিছু লোক।
গত সাবেক ফ্যাসিস্ট স্বৈরশাসকের আমলে লোহাগাড়ার একমাত্র জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব নাজিম উদ্দীন। তিনি রাজনৈতিক মতাদর্শে জামায়াতপন্থী ছিলেন বলে পরিচিত। প্রত্যক্ষদর্শী আওয়ামী লীগের একনেতা জানায় যে, নাজিম চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ। তৎকালীন লোহাগাড়া-সাতকানিয়ার এমপি লোহাগাড়া আওয়ামী লীগের নেতা গণী সম্রাটের মাধ্যমে তার নামে পোস্টার, ফেস্টুন বানিয়ে হাজার হাজার টাকা ছিনিয়ে নিতো৷ এমপি এবং এমপির বউ রিজিয়া রেজা চৌধুরী মিলে তাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক মিটিং যেতে বাধ্য করতো। না গেলে চেয়ারম্যান পদ স্থগিত করারও হুমকি দিতোও বলে জানা যায়। ফলে বাধ্য হয়ে নাজিম চেয়ারম্যান প্রোগ্রাম উপস্থিত হতো।
জামায়াত সূত্রে জানা যায়, ওনি নিয়মিত জামায়াতের ইন্টারনাল প্রোগ্রামে উপস্থিত থাকতেন। সাবেক এমপি নদভীর ছাপে তাকে সংগঠন থেকে কিছু দিনের ছুটি দেওয়া হয়। যাতে রাষ্ট্রীয় কাজে মনোনিবেশ করতে পারে। এতোদিন আওয়ামী লীগের সদস্য হতে বললেও নাজিম চেয়ারম্যান সেটা ডিনাই করে চলেছে।
গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার হাসিনা পতনের পর সারা লোহাগাড়ার মানুষ সব চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করলেও আধুনগরের চেয়ারম্যান নাজিমের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলেনি। যার কারণে লোহাগাড়ার ইউএনও মহোদয় কয়েকটা ইউনিয়নে চেয়ারম্যান পদ বাতিল করলেও আধুনগরের চেয়ারম্যান নাজিম উদ্দীনকে বহিস্কার করেননি। অন্তবর্তীকালিন সরকারের একমাস পেরিয়ে যাওয়ার পর সাবেক চেয়ারম্যান আইয়ুব মিয়ার ছেলেরা টাকা দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে তাঁর সাবেক সরকারের বিভিন্ন প্রোগ্রামে উপস্থিতির ছবি নিয়ে মানুষকে উস্কানীমূলক পোস্ট দেয়৷ সর্বোপরি আজকে ফেসবুকে দেখা যাচ্ছে ছাত্রদের নামে তারা আন্দোলন করে নাজিমকে পদত্যাগ করতে বাধ্য করতে।
উল্লেখ্য, আন্দোলনের নেতৃত্ব দাতাদের মধ্যে প্রায় সবাই ছাত্রলীগ,যুবলীগ, এবং আওয়ামী লীগের নেতাকর্মী। তারা আগে থেকে ভোটের সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ছিলেন। এখন সারাদেশের মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে তারাও ভিন্নভাবে জনতার চেয়ারম্যান নাজিমকে পদত্যাগ করাতে চায়।
২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে