মুন্সি শাহাব উদ্দীন।
দেশে যানজট নিরসনের চেষ্টা যেন ব্যর্থ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যানজট নিরসনে। তবে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে সম্ভব হচ্ছে না যানজট নিরসন। এমনই এক তীব্র যানজটের স্থান লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশন। মহাসড়কের উভয় পাশে অবৈধ ভাবে পার্কিং করে রাখে সি এন জি অটোরিকশা ও ব্যাটারি চালিত রিক্সা। ভাসমান দোকানিরা দখল করে আছে ফুটপাত । দেখার ও বলার যেন কেউ নেই। ইচ্ছামত ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রাখে গাড়িগুলো। ফলে মহাসড়কে শুরু হয় তীব্র যানজট। আর এই যানজটেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় যাত্রীদের। কষ্ট আর ধৈর্য এর সীমা থাকেনা তাদের। মুমুর্ষ রোগীর জীবণ বিপন্ন এই তীব্র যানজটে। যথাসময়ে চিকিৎসা না পাওয়ার কারণে নিভে যেতে পারে রোগীর জীবণ। তাই সাধারণ মানুষ বলেন, এই অবৈধ হকার ও পার্কিং উচ্ছেদ পূর্বক বটতলী মোটর স্টেশনকে যানজট মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমরা জোর দাবী জানাচ্ছি।
২ দিন ২ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৯ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৩১ মিনিট আগে