মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম লোহাগাড়া) ঃ- চলতি ডিসেম্বর মাস মহান বিজয় দিবসের মাস। এ মাসে বাঙ্গালী জাতি অর্জন করেছিল মহান স্বাধীনতা। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উদযাপিত করার বিষয়ে লোহাগাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সকল সদস্যবৃন্দ লোহাগাড়া পুরাতন থানাস্থ এক হলরুমে আলোচনা সভার আয়োজন করেন। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট ও সমাজ সেবক সংস্থার সভাপতি তুষা্র কান্তি বড়ুয়ার নেতৃত্বে এই সভার আয়োজন করা হয়।
আলোচনার সভার প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ, লোহাগাড়া আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক মাষ্টার এডভোকেট মোহাম্মদ মিয়া ফারুক সাহেব। আরো উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম তালুকদার, চ্যানেল কর্ণফুলির প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক শিহাব উদ্দিন, এছাড়া সাংবাদিক সেলিম উদ্দিন খান, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক মাহামুদুল হক, সাংবাদিক কাউচার, বাবুল চৌধুরী, সাংবাদিক জিয়া হোসেন, খানে আলম, ওসমান গনি সহ সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিথ ছিলেন।
সাংবাদিক তুষার কান্তি বড়ুয়া তার বক্তব্য কালে স্বাধীনতার মহান স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অশেষ কৃতিত্বের কথা স্বরণ করে বলেন, এই মহান নেতা বাংলায় জন্ম না নিলে এদেশের মানুষ কখনো স্বাধীনতা পেত না। বরং এজাতী পরাধীনতার শিকলে চিরকাল আবদ্ধ থাকত। তাই স্বাধীনতা মানে বাঙ্গালী জাতির অবিসাংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রধান অতিথি মাষ্টার মিয়া মোহাম্মদ মিয়া ফারুক বক্তব্যকালে বলেন. বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, অর্জিত স্বাধীনতা রক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধু তার আদর্শ দিয়ে অর্জন করেছিলেন এই মহান স্বাধীনতা। তাই এই পবিত্র মাসে সবাইকে অর্জিত স্বাধীনতার বলে বলিয়ান হয়ে বিশ্বের বুকে মাথা তুলে দাড়াতে হবে।
সংস্থার পক্ষ থেকে সভাপতি বাবু তুষার কান্তি বড়ুয়া আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সংস্থার সকল সদস্যকে উপস্থিথ থাকার জন্য বলেন। সর্বশেষ দেশ ও জাতীর কল্যাণ কামনা করে আলোচনা সভা শেষ করা হয়।
২ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে