সততাই উৎকৃষ্ট পন্থা। এই নীতির উপর যারা অটল থাকে, তারাই সত্যিকারের মানুষ। সততা ও সত্যিকারের মানুষ না থাকলে পৃথিবী থেকে সভ্যতা হারিয়ে যেত। আর র্ববরতা ও অসভ্যতার মাঝে ডুবে থাকত পৃথিবীর মানব সমাজ। সমাজকে সভ্য সমাজ হিসাবে গড়ে তুলতে সভ্য মানুষের প্রয়োজন। তার কোন বিকল্প নাই। যারা দেশ ও জাতীকে একটি সভ্য দেশ ও সভ্য সমাজ উপহার দিবে। তাই যুগে যুগে সৎ ও যোগ্য মানুষের জন্ম হয়। তারা তাদের চিন্তা চেতনার মাধ্যমে জাতীতে দিক নির্দেশনা দিয়ে সভ্যতার উন্নতির শিখড়ে পৌছে দেয়।
এমন এক মহান উদার ও মিষ্টিভাষী এবং সাদা মনের মানুষের নাম মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়ার কৃতি সন্তান। যিনি ছাত্র জীবণ থেকে মানুষের কল্যাণে রাজনীতির সাথে জড়িত। পাশাপাশি করেছেন শিক্ষকতা। আইনের ছাত্র হিসাবে সু-নামের সহিত অর্জন করেছেন এল.এল বি ও এডভোকেটশীপ। যার দীর্ঘদিন রাজনৈতিক জীবণে র্দুনীতির ছোয়া লাগেনি। বরং তিনি করে যাচেছন আজীবণ র্দুনীতির বিরুদ্ধে সংগ্রাম। তাই তিনি র্দূনীতি বিরুধি সংগ্রাম পরিষদ কেন্দ্রিয় কিমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন। বর্তমানে তিনি লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্বরত আছেন।
শুধু তাই নয়, তিনি ২০২২ সাল পর্য্যন্ত সাংবাদিকগনের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার লোহাগাড়া উপজেলা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য যে, চলতি ২০২৩-২০২৪ সালের গঠিত কেন্দ্রিয় কমিটিতে জনকল্যাণ বিষয়ক সম্পাদক হিসাবে তার নাম প্রকাশ করে গুরুত্বপূর্ণ পদে তাকে দায়িত্ব অর্পন করা হয়। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটি মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুকের দক্ষতা, বিচক্ষণতা, যোগ্যতা বিবেচনা করে তাকে পদোন্নতি দিয়ে কেন্দ্রিয় কমিটির গুরুত্বপূর্ণ পদ যুগ্ম মহাসচিব হিসাবে তার নাম প্রকাশ করে। কেন্দ্রিয় কমিটির মহাসচিব জনাব কামরুল ইসলাম কতৃক স্বাক্ষরিত পত্র ই-মেইলে তার কাছে প্রেরণ করা হয় এবং তাকে অবহিত করা হয়।
কেন্দ্রীয় কমিটির পূর্বের ঘোষাণা অনুযায়ী বর্তমানেও তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দরবান জেলা তথা দুই জেলার সকল অধিনস্থ কমিটির সকল বিষয়ে দেখাশুনার দায়িত্বরত আছেন। এই পদ বহাল থাকাবস্তায় আবারো পদোন্নতি পেয়ে যুগ্ম মহাসচিব হলেন এডঃ মাষ্টার মো্হাম্মদ মিয়া ফারুক। তিনি বলেন, আমার রাজনীতি ও ধ্যান ধারণা, গবেষনা, চিন্তা চেতনা পরিশ্রম সবই মানুষের কল্যাণের জন্য। আমি আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে যাব। এই আমার দৃঢ় প্রতিজ্ঞা।
২ দিন ২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে