টাঙ্গাইলের মধুপুরে ছাত্র আন্দোলনে পুড়ে যাওয়া পুলিশ চেকপোস্ট দেশ সংস্কারের অংশ হিসেবে নতুন করে নির্মাণ করা হয়েছে। উপজেলার টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের আশুরা (নরকোনা) নামক স্থানে এ পুলিশ বক্স স্থাপন করা হয়।
রবিবার ৩ নভেম্বর সন্ধ্যায় এক আড়ম্বরপূর্ণ পরিবেশে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার, সাইফুল ইসলাম সানতু এর শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন, এ এসপি ফারহানা আফরোজ জেমী, অফিসার্স ইনচার্জ মধুপুর ইমরানুল কবির, অফিসার্স ইনচার্জ গোপালপুর, কালিহাতী ও ধনবাড়ী, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, গণমাধ্যমকর্মী, ছাত্র সমন্বয়ক বৃন্দ, পার্শ্ববর্তী থানাসমূহের পুলিশ বাহিনীর কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন প্রমুখ।
পুলিশ সুপার এসময় বলেন, পুলিশ জনগণের পরম বন্ধু। এ বাহিনী সর্বদা তাদের পাশ থাকবে। যে কোনো সময়ে কেউ পুলিশের স্মরণাপন্ন হলে তাদেরকে সার্বিক সহযোগিতা করা হবে। তিনি আরো বলেন, পুলিশ যে জনগণের বন্ধু তার অগ্রযাত্রা শুরু করতে চাই এ মধুপুর থেকেই।
৫ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে
১৯ দিন ১৪ ঘন্টা ১৭ মিনিট আগে