একসময় তারাও ছিলো ১৬ বছরের টকবগে তরুণ, আজ স্ব স্ব কর্মব্যস্ততায় একেক জন একেক প্রান্তে। কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউবা শিল্পপতি, নানা ব্যস্ততায় হাই স্কুলে আড্ডা দেওয়া বন্ধুর সাথে আড্ডা হয়নি বহু বছর। কিন্তু বন্ধুদের আনন্দ ও উল্লাসে ৪০-৪৫ বছরের যুবকরা ফিরে গেলো তারুণ্যের সেসময়ে। এমনই এক আনন্দঘন মূহুর্ত সৃষ্টি হয় এসএসসি ১৯৯৯ মিরসরাই ব্যাচের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে।
শুক্রবার দিনভর মহামায়া ইকোপার্কে আয়োজিত অনুষ্ঠানে মিরসরাইয়ের ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক বন্ধু ও সারাদেশের ৯৯ ব্যাচের শতাধিক বন্ধু মিলিত হয় অনুষ্ঠানে। খাজা মঈন উদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানে ছিলো মধ্যাহ্ন ভোজ, ব্যাচ পরিচিতি, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কেক কাটা, ফটোসেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন নাটাই ব্যান্ড, নাজমা, সুইটি ও মুহিবুল আরিফ। সবশেষে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
৫ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৫৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২ দিন ৪৮ মিনিট আগে