মিরসরাই উপজেলার আবুরহাট সংকেত সংস্থার উদ্যোগে মহান শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বই বিতরন করা হয়েছে। আজ রবিবার সকালে সংকেত সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পংকজ লাল ভৌমিকের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭ নম্বর কাটাছরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আলীউল কবির ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা তাঁতী দলের সভাপতি ও আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য লায়ন মাঈন উদ্দিন মনি, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর শরীফ।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ শহীদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জেটেবের সদস্য নুরুল আজিমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে একুশের ইতিহাস ও নানান বিষয় তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। সবশেষে অতিথিরা কাটাছরা ইউনিয়নের তেমুহানী গ্রামের সন্তান ২১শে সাহিত্য পুরষ্কারপ্রাপ্ত কবি ও লেখক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ফাউজুল কবিরের লেখা বিভিন্ন বই আবুরহাট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরন করেন।
৫ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে
৬ দিন ৫৯ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২ দিন ৪৮ মিনিট আগে