রংপুরের মিঠাপুকুর উপজেলার বিনোদপুর আবাসন প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন শেষে আবাসনে বসবাসরত আদিবাসীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এসময় আদিবাসীদের নিয়ে সরকারের নানাবিধ চিন্তাভাবনা তুলে ধরেন।
মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি-বড়বালা আঞ্চলিক মহাসড়কের পাশে নির্মিত আবাসন প্রকল্প পরিদর্শন করেন। আবাসন প্রকল্পে বসবাসরত ১১০ টি পরিবার নিয়ে গঠিত বিনোদপুর আদিবাসী সংগঠনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ মোবাশ্বের হাসান। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, মিঠাপুকুর থানা অফিসার্স ইনচার্জ মোস্তাফিজুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সাইদ সহ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং এসডিজি বাস্তবায়নে কাজ করছে। আদিবাসী শিক্ষার্থীরা কখনই যেন বাল্যবিবাহের শিকার না হয় সেদিকে অভিভাবকদের সুদৃষ্টি কামনা এবং শিক্ষার জন্য স্কুলে পাঠানোর অনুরোধ করেন।তিনি আরোও বলেন ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ গরু,ছাগল ও ভেড়া অনুদান প্রদান করা হয়েছে। আবাসন পল্লীতে যেন কোন ধরনের মাদকের আশ্রম না হয় সেদিকে স্থানীয়দের ও প্রশাসনের সুদৃষ্টি রাখার নির্দেশ দেন।
মতবিনিময় শেষে দুর্গাপুর ইউনিয়ন পরিষদ ও দূর্গাপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। পরিদর্শন কালে ইউনিয়ন পরিষদের সামনে তিনি কৃষ্ণচুড়া গাছ রোপন করেন।
৪৬৪ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪৭৪ দিন ১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
৪৭৮ দিন ১৫ ঘন্টা ২৩ মিনিট আগে
৪৮১ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৯০ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৯৬ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৫১৩ দিন ১৫ ঘন্টা ৩ মিনিট আগে
৫১৫ দিন ৮ ঘন্টা ৪৫ মিনিট আগে