ম.ম.রবি ডাকুয়া,মোংলা
মোংলা বন্দরে নিলামে ওঠা ৭২টি গাড়ির মধ্যে ২৭টির বিক্রয়াদেশ জারি করেছে মোংলা কাস্টম হাউস। এ ছাড়া নিলামে ওঠার পর সংশ্লিষ্ট আমদানিকারকরা বাকি ৪৫টি গাড়ি আদালতের রায়ে খালাস করেছেন। গত ৬ ফেব্রুয়ারি ২৭টি গাড়ির বিক্রয়াদেশ জারি করে সংস্থাটি।
রোববার (৯ ফেব্রুয়ারি) মোংলা কাস্টম হাউসের সহকারী কমিশনার রুবেল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রুবেল হাসান বলেন, মোংলা বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা এলিয়ন, ফিল্ডার, হাইব্রিড, হাইয়েচ, প্রাডো ল্যান্ড ক্রুজার, বেসেল, হারিয়ার ও জাম্প ট্রাকসহ ৭০টি নিলামে তোলা হয় গত ২০ জানুয়ারি। এসব গাড়ি সংশ্লিষ্ট আমদানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে এই বন্দর থেকে খালাস করেনি। নিলামে তোলার পর ৭০টি গাড়ির মধ্যে ২৭টি গাড়ির সর্বোচ্চ মূল্যে দরপত্র পড়েছে। এর মধ্যে ‘এস ইউ ভি প্রাডো’ মডেলের গাড়িটির মূল্য ওঠে এক কোটি ১৪ লাখ ৫৫ হাজার টাকা। নিলামে যার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ কোটি ৩৫ লাখ ৭ হাজার ১৫৬ টাকা।
এ ছাড়া আরও ২৬টি গাড়িও সর্বোচ্চ মূল্যে পাওয়ায় সেসব গাড়ির জন্যও বিক্রয়াদেশ জারি করে মোংলা কাস্টম হাউস। এসব গাড়ির মধ্যে রয়েছে করোলা ফিল্ডার, মিসুবিশি কল্ট, হাইয়েচ, নিশান টিয়ানাসহ জাম্প ট্রাক। তবে দাম না পাওয়ায় যেসব গাড়ি অবিক্রীত রয়েছে সেই গাড়িগুলোকে আবারও নিলামে ওঠানো হবে বলেও জানান তিনি।
১ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৯ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৭ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে