রুপসা নদীতে সুন্দরবন থেকে চোরাইকৃত গেওয়া ও গড়ান কাঠসহ ১০ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বনজ সম্পদ রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ মার্চ বুধবার রাত ১০টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রুপসা নদীর জেমনি সি ফুড ঘাট সংলগ্ন একালায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ৩টি কাঠের বোট তল্লাশি করে সুন্দরবন হতে চোরাইকৃত ৫৬০ পিস গেওয়া ও ৭৫ পিস গড়ান কাঠ জব্দ করা হয়।
অভিযান চলাকালীন চোরাকারবারীরা কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে রাতের অন্ধকারে বোট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্ট গার্ড টহল দল ধাওয়া করে ১০ জনকে ৩টি বোটসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত কাঠ, বোট এবং আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে খুলনা সুন্দরবন পঞ্চিম বন বিভাগ এর নিকট হস্তান্তর করা হয়।
বনজ সম্পদ রক্ষা ও সুন্দরবনের পরিবেশের ভারসাম্য রক্ষায় কোস্ট গার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১২ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৫৪ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৫১ মিনিট আগে