বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লী বিদ্যুতের বকেয়া বিল আদায়ে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযান পরিচালনা করেন মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস।
সোমবার (৩০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে উপজেলার দৈবজ্ঞহাটি,চিংড়াখালী,সানকিভাঙ্গা গ্রামের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও আবাসিক ভবন থেকে ৪ লাখ টাকার বকেয়া বিলের লক্ষাধিক টাকা বকেয়া বিল আদায়সহ ১২টি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মোরেলগঞ্জ জোনাল অফিসের অভিযোগের ভিত্তিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । ভ্রাম্যমাণ আদালত চলাকালে পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আব্দুল ওয়াদুদ সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,বিদ্যুৎ আইন ২০১৮ এর ৪০ ও ৪১ ধারায় ১২ টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জরিমানা আদায় করা হয়েছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল ওয়াদুদ বলেন,কোনভাবেই বিদ্যুৎ বিল বকেয়া রাখা যাবেনা,এক মাসের অধিক বকেয়া হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল কুদ্দুস বলেন, পৌরসভা সহ বিভিন্ন এলাকায় বিদ্যুতের বকেয়া বিল আদায়ের লক্ষে এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
৪৩০ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৪১ দিন ১৮ ঘন্টা ৮ মিনিট আগে
৪৭৯ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৮১ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৮১ দিন ১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
৪৮২ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৮২ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪৮৪ দিন ১৪ ঘন্টা ৭ মিনিট আগে