মোরেলগঞ্জে ৫০০ টাকার ছয় পিচ জাল নোটসহ নয়ন হাওলাদার (৩৫) নামে এক যুবককে আটক করেছে জনতা। বুধবার বেলা সাড়ে৷ ১১ টার দিকে মোরেলগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত নয়ন হাওলাদার বারইখালি ইউনিয়নের মোঃ সেকেন্দার হাওলাদারের ছেলে । নয়নের কাছ থেকে পাঁচশ' টাকার ছয়টি জাল নোট উদ্ধার করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মোরেলগঞ্জ বাজারে নয়ন হাওলাদার সিকদার স্টোরে পাঁচশ' টাকার জাল নোট নিয়ে কাজুবাদাম কিনতে গেলে হাতে নাতে ধরা পড়েন। পরে অন্য ব্যবসায়ীরাও জানতে পেরে ছুটে এসে তাকে আটক করে থানায় খবর পাঠান। আটক নয়ন হাওলাদার বলেন, অভাবের তাড়নায় একটি স্টুডিও থেকে টাকাগুলো ছাপিয়েছেন। প্রতি পিস ৫০০ টাকার নোট ছাপাতে খরচ হয়েছে ২০ টাকা বলেও জানায় সে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান নয়ন হাওলাদারের কাছে ৬টি ৫০০ টাকার নোট পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আটক নয়ন হাওলাদারকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।