"রক্ত দিন, জীবন বাঁচান " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে বিনামূল্যে স্বেচ্ছায় ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কলেজ হলরুমে এ ব্লাড গ্রুপিং ও রক্ত দান কর্মসূচির আয়োজন করা হয়।
সহকারী অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার , জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শরিফুল ইসলাম জুয়েল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক ছবির আহমেদ আখন্দ, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, সহকারী অধ্যাপক হায়দার আলী, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ এম শহিদুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বখতিয়ার হোসেন, প্রভাষক মোঃ নুরুল আমিন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের রক্ত সঞ্চালন বিভাগের প্রধান জামিল হাসান শশী , রেড ক্রিসেন্ট সোসাইটির কলেজ ইউনিটের যুব প্রধান খান আব্দুল্লাহ নূর, উপ-প্রধান সাগর তালুকদার রনি।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট যুব ইউনিটের সদস্য তুলি,জান্নাতুন নেছা পপি, ঐন্দ্রিলা আহসান জুই,সাইফুল ইসলাম রাকিব,জুবায়ের জামান রাফি,মোঃ সোহাগ,হাসিবুল ইসলাম সিফাত, মোঃ ফুয়াদ হোসেন,মালা দাস সহ ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।
রক্তের গ্রুপিং করেন ফাতেমা মমতাজ ক্লিনিকের ল্যাব প্রধান মারুফ বিল্লাহ মুন্না ও রহিমা ক্লিনিকের ল্যাব ইন-চার্জ তারিকুল ইসলাম শাওন।