বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

মেয়ে হত্যার বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

 বাগেরহাটের মোরেলগঞ্জে মেয়ে হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সামনে অশ্রুশিক্ত নয়নে এক অসহায় পিতা-মাতা তাদের  মেয়ে বিথি আক্তার ( ২২)  এর হত্যার বিচার দাবি করেন।ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে,  বিথি আক্তার ২০১৮ সালে এসএসসি পাশ করে  মোরেলগঞ্জ উপজেলার দৈব্জ্ঞহাটি সেলিমাবাদ কলেজে ভর্তি হবার পর চিংড়াখালী ইউনিয়নের কাচিকাটা গ্রামের  শহিদুল শেখের পুত্র আবির শেখ( ২৫)এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কলেজে ভর্তি হবার ৬ মাস পর আমরা পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে আমার মেয়ে এবং পরে ছেলেকে নিবৃত্ত করার চেস্টা করি। কিন্তু তারা তাদের যোগাযোগ চালিয়ে যায়। এক পর্যায়ে ছেলের বাবা লোকজন নিয়ে আমার বাড়িতে এসে মেয়েকে  আবিরের সাথে বিয়ে দেবার জন্য চাপ দিতে থাকে। আবিরের পরিবার  বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে থাকলে আমরা মেয়ের পরীক্ষার শেষে বিয়ে দিতে সম্মত হই।  
পরবর্তীতে উভয় পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে ২০২১ সালের  ৮ মার্চ কাবিন রেজিষ্ট্রির মাধ্যমে বিয়ে হয়। বিয়ের এক মাস পরে আনুষ্ঠানিকভাবে মেয়েকে উঠিয়ে দেই। বিয়ের পর থেকে  আবিরের  মা আম্বিয়া বেগম আমার মেয়ের উপর বিভিন্ন সময়ে যৌতুক না পেয়ে দোষারোপ করে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। এক পর্যায়ে  নির্মাযাতনের মাত্রা বাড়তে থাকলে জামাই আবির মেয়েকে বগুড়া তার কর্মস্থলে নিয়ে যায় । বগুড়ায় কিছুদিন থাকার পরে আবির পুনরায় তার স্ত্রী বিথিকে তার মায়ের কাছে রেখে আবার কর্মস্থলে ফিরে যায়।
ভুক্তভোগী মায়ের দাবি তার মেয়ের মোবাইল জামাই তার নিজের কাছেই রাখত। আমার মেয়ে আমার সাথে যোগাযোগ করতে পারতো না। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে ঝামেলা লেগেই থাকতো।
গত ১৬ ডিসেম্বর শুক্রবার রাত সাড় ৯ টার দিকে মেয়ের মামী শাশুড়ি আমাকে ফোন দিয়ে বগুড়ার খবর জানতে চায়, কিন্তু আমি কিছুই জানি না বললে তিনি আমাকে বলেন,'‘আপনার মেয়ে আত্মহত্যার চেস্টা করেছে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আপনি তাড়াতাড়ি চলে আসেন’। 
তারপর আমি জামাই আবিরকে ফোন দিলে সে ফোন রিসিভ করে কেটে দেয়। এরপরে আবিরের মামা বগুড়া একটি অভিজাত হোটেল ক্যাস্টেল সোড( Hotel castle soad) এর মালিক দেলোয়ার হোসেনের সাথে কথা হয়। আবির তার মামার হোটেলেই চাকরি করত। আবির তার স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে গিয়ে র‍্যাব ও পুলিশের সহযোগিতায় মেয়ের লাশ বেওয়ারিশ হিসেবে ফেলে রাখা অবস্থায় একটি রুমের ভিতর থেকে উদ্ধার করি। এ সময়ে লাশের সমস্ত কাপড় চোপড় রক্তে ভেজা দেখতে পাই। মেয়ের বাম কানসহ গালের উপর ভারী আঘাতের কারণে রক্তমুখো কালো দাগ, পাজরের দুই পাশের হাড়ে ভারী কোনো জিনিসের আঘাতে কালো দাগ, দুই রানের বাহির পাশে শক্ত লাঠির আঘাতের কালো দাগ এবং বাম হাতের আঙ্গুলের মাথা থেতলে রক্ত বেরিয়ে আসা অবস্থায় দেখে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। পরবর্তীতে মেয়ের লাশ কোনভাবে বাড়িতে নিয়ে আসি।

আবিরের পরিবার আমার মেয়েকে প্রেমের জালে বন্দি করে  শুধু যৌতুক না পাবার আক্রেশে আমার মেয়েকে তার স্বামী এবং শাশুড়ি মিলে বিভিন্ন সময়ে নির্যাতন করতো।  আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করেছে।  
এড়াবার জন্য আত্মহত্যার কথা প্রচার করছে। 
এমতাবস্থায়, সাংবাদিক ভাইদের মাধ্যমে সরকারের কাছে বিথি হত্যার বিচার চাই, যাতে বিচার পাই তার জন্য আপনাদের সহযোগিতা চাই।

এ ব্যাপারে বিথির শশুর শহিদুল ইসলাম বলেন,  আমি ঘটনার কথা শুনে বগুড়ায় যাই। গিয়ে শুনি বিথির লাশ নিয়ে বাড়ি চলে গেছে তার পিতা। পরে আমিও চলে আসি। কিন্তু আমার ছেলে আবিরের সাথে আমার কোন যোগাযোগ নেই। এ সম্পর্কে আমি কিছুই জানিনা। 

 এ ব্যাপারে আবিরের মামা ও হোটেল  ক্যাস্টেল সোড'র মালিক দেলোয়ার হোসেন বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে দেখি বিথির মরা দেহ পড়ে আছে। কিছুক্ষণ পরে হাসপাতালে পুলিশের গাড়ি ঢুকলে আবির পিছন থেকে পালিয়ে যায়। তারপর থেকে আমার সাথে আবিরের কোন যোগাযোগ নেই। মৃত্যুর দুইদিন পূর্বে আমার হাসপাতাল থেকে ছুটি নিয়েছে। এখন পর্যন্ত আমার হোটেলে আসেনি। এর বেশি কিছু আমি জানিনা।

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৪৪৬ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে





মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

৪৯৭ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে