বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

জমি-জমার বিরোধ মোরেলগঞ্জে প্রতিপক্ষ হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার অভিযোগ


বাগেরহাট জেলার মোরেলগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে গভীর রাতে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেছে ভুক্তভোগী এক হিন্দু পরিবার।   উপজেলার ১২ নং জিউধরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে গত শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১ টার দিকে বসতবাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে গোয়ালঘর নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া এবং বসতবাড়ির মন্দিরের  দেবতার বিগ্রহ ও পূজা এবং কীর্তনসামগ্রী ভাঙ্চুরের অভিযোগ  করেন ওই পরিবার।

অভিযোগ সূত্রে জানা গেছে, সনজিত অধিকারি, প্রসেনজিৎ অধিকারি ও তাদের পিতাঃ জ্যোতিন অধিকারি এই বাড়িতে কয়েক বছর ধরে বসবাস করছে। শনিবার গভীর রাতে গ্রাম পুলিশ রনজিত মন্ডল কে সাথে নিয়ে লক্ষ্মীখালী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুফল সরকার বাড়িটির সামনে গিয়ে চিৎকার করে বাড়ির মালিকদের ডাকতে থাকেন। কেউ কোন সাড়া না দিলে ওই পুলিশ অফিসার তালা ভেঙে বাড়িটির ভিতরে প্রবেশ করে তালাবদ্ধ ঘর ও মন্দিরের তালা ভেঙে ফেলে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, কোথাও কেউ না থাকায় গ্রাম পুলিশ রনজিতের মাধ্যমে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে সনজিতের ছোটভাই প্রসেনজিৎ অধিকারিকে ফোন করে তিনি জানান, "তোমাদের বিরুদ্ধে ওসি সাহেবের কাছে অভিযোগ আছে। আমি তোমাদের বাড়ি থেকে কিছু আলামত ক্যাস্পে নিয়ে যাচ্ছি, তোমরা আগামীকাল সকাল ১০ টায় লক্ষ্মীখালী পুলিশ ক্যাম্পে যোগাযোগ করবে"। সনজিতের ভাই প্রসেনজিৎ বিভিন্ন ভাবে তাকে বোঝাবার চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে তারা ওখানে পৌঁছে যেতেও চায় কিন্তু পুলিশ সুফল তাদের কোন কথাই  শোনেননি। কিছুক্ষণের মধ্যে তারা তাদের বাড়ি পৌঁছে ওখানে সত্তার খলিফা ও মজিবর সহ কয়েক জন অপরিচিত লোককে দেখতে পায়। রনজিতদের উপস্থিতি প্রত্যক্ষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে তারা  দাবি করেন।

পরে সনজিতেরা বাড়িতে ঢুকে দেখতে পায় ইতিমধ্যে তাদের বেশ কিছু ক্ষতি হয়ে গেছে, বিশেষ করে মন্দিরের দেব বিগ্রহগুলি এলোমেলো করে ভাঙ্গা হয়েছে ঢোল, ডংকা ও তছনছ করা হয়েছে নিত্যপূজার সামগ্রী।

সরেজমিনে দেখা যায়, সনজিতের বসত বাড়ির ভেতরে একটি মন্দির ঘরের অনেক কিছু  এলোমেলো পঠে আছে, গেটের একটি ছোট তালা খোলা।

 জানা যায়, সনজিত অধিকারী কয়েক বছর আগে ২০১৮ সালে এখানে জমি কিনে নতুন বাড়ি তৈরি করে। একই খতিয়ান ভুক্ত জমি ক্রয় করে একই এলাকার সত্তার খলিফার ছেলে আবুল বাশার খলিফা। ফলে দুপক্ষের  সাথে এসব জমিজমা নিয়ে গত কয়েক  বছর ধরে বিরোধ চলে আসছে। এই নিয়ে স্থানীয় শালিস, বৈঠক সহ একাধিক  মামলাও চলমান আছে। এসব বিরোধের  জের ধরে সনজিতের বসতবাড়ির উত্তর দিকের বিলান জমিতে উভয় পক্ষের  দাবির প্রেক্ষিতে  এ বিরোধ দেখা দেয়। 

গত ২৫ ফেব্রুয়ারি  শনিবার বিরোধকৃত  ওই জমি দখলের উদ্দেশ্য গভীর রাতে  সনজিত ও তার লোকজন বাঁশ,খুঁটি নিয়ে ঘর নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছে বলে মোরেলগঞ্জ থানায় ওইদিন রাত ১০ টার দিকে একটি অভিযোগ  করেন সত্তার খলিফা।

 অভিযোগটি আমলে নিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান জিউধরার লক্ষ্মীখালী ফাঁড়ি ইনচার্জ  এসআই সুফল সরকারকে বিষয়টি  দেখার জন্য নির্দেশ  দেন বলে জানান ওসি।

 ফাঁড়ি ইনচার্জ এসআই সুফল বলেন, 'আমি কাউকে না পেয়ে বিরোধকৃত জমিতে রাতে ঘর নির্মাণ এড়াঁতে এবং পরদিন উভয় পক্ষকে ডেকে মীমাংসার উদ্দেশ্যে  গ্রাম পুলিশের উপস্থিতিতে কিছু বাঁশ, খুটি নিয়ে এসেছিলাম পুলিশ ক্যাম্পে ওসি সাহেবের নির্দেশে। কিন্তু দেব বিগ্রহের ক্ষতির ব্যাপারে আমি জানিনা, সেসময় এমন কোন ঘটনা ঘটেনি।'

অপর প্রতিপক্ষ  সত্তার খলিফা জানান, আমরা  থানায় অভিযোগ  করে  বাড়ি ফিরে আসি ওইদিন রাত ২ টায়। ঘটনাস্থলে আমরা যায়ইনি। আমাদের ফাঁসানোর এটি একটি ষড়যন্ত্র। 

থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা  নেয়া হবে।


Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৪৪৬ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে





মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

৪৯৭ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে