পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে টাঙ্গাইল নাগরপুরে ১৫ জুন শনিবার ২ নং সহবতপুর ইউপি চেয়ারম্যান জনাব তোফায়েল মোল্লার নেতৃত্বে প্রায় ২ হাজার ৩৮০ টি অসহায় ও দুস্থ'র মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
এসময়ে ইউপি চেয়ারম্যান তোফায়েল মোল্লাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, আমার ইউনিয়নের ২ হাজার ৩৮০ টি দুস্থ ও হত দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ কার্ড পেয়েছে। আমরা ওইসব কার্ডের চাল সুষ্ঠুভাবে গ্রাম পুলিশের সহায়তায় বিতরণ সম্পন্ন করেছি। এসময় ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
দুস্থ নারী শাজেদা বেগম, নিলুফা খাতুন, রোমানা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য ঈদের উপহার হিসেবে ১০ কেজি করে চাল দিয়েছেন। এসব দিয়ে পরিবার পরিজন নিয়ে ঈদ টা ভালভাবে করতে পারব। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাই জনতার তোফায়েল মোল্লা চেয়ারম্যান কে তিনি সরজমিনে উপস্থিত থেকে সকলের মাঝে সঠিক বন্টণ করে দিয়েছেন।
৯ দিন ১২ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৬ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
২০ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ০ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ১০ মিনিট আগে