ঝালকাঠির নলছিটিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ৩ চেয়ারম্যান, ৬ ভাইস চেয়ারম্যান এবং ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
২১ এপ্রিল রবিবার শেষ দিন পর্যন্ত নলছিটি উপজেলায় মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। দ্বিতীয় ধাপের এ নির্বাচনে আগামী ২১ মে নলছিটি উপজেলার ভোটারগন তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করবেন।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নলছিটি পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিকে মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন খান সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মফিজুর রহমান শাহিন, ঝালকাঠি জেলা পরিষদের সাবেক সদস্য জেএম. হাতেম, মো. মনিরুজ্জামান মনির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরীফ মিজানুর রহমান লালন , মো. বদরুল আলম ও উপজেলা কৃষক লীগের সহসভাপতি মো.হানিফ হাওলাদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মোর্শেদা বেগম, জাকিয়া খাতুন সিমা, দিলরুবা মাহমুদ, মোসা. নাছিমা আক্তার ও আয়েশা আক্তার ।
উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের মধ্যে ২/১ জন ছাড়া সবাই বর্তমান ক্ষমতাসীন দলের নেতাকর্মী। বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের কেউ মনোনয়নপত্র জমা দেননি।