নড়াইলের লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌর সভার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা হওয়ার কারণে মধ্যবিত্ত এবং
নিম্ন মধ্যবিত্ত লোকজনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গিয়েছে। গত সপ্তাহেও এ মরিচ বিক্রয় হয়েছে প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকায়।
গতকাল সোমবার সকালে এ উপজেলার লোহাগড়া, শিয়রবর, এডেন্দা, দিঘলিয়া, মানিকগঞ্জ, লক্ষীপাশা ও লাহুড়িয়া বাজারে গেলে ব্যবসায়ীরা জানান, বর্ষার সময় প্রতি বছরই মরিচের দাম হুটহাট বাড়ে।
বৃষ্টি বেশি হলে মরিচে পচন ধরে নষ্ট হয়। এসব কারণে কাঁচা মরিচের আমদানি কমে যাওয়ায় তাদের কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় ক্রয় করতে হচ্ছে।
লোহাগড়া খুচরা বাজারে কাঁচা মরিচ ৩৬০ টাকা থেকে ৪০০ টাকা কেজিতে বিক্রি হতে
দেখা গেছে। ক্রেতারাও মরিচ কেনায় হাত গুটিয়ে এনেছেন। বেশিরভাগ
ক্রেতাই আড়াইশো গ্রাম মরিচ কিনছেন। যার দাম ৯০ টাকা থেকে ১০০ টাকা।
লোহাগড়া বাজার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক জানান, বৃষ্টিতে মরিচের দাম বাড়ে। তবে সেই তুলনায় এবার বৃষ্টি কম। তারপরও বেড়েছে দাম। গাছে এবার মরিচের ফলনও কম। বৃষ্টির সময় কাঁচা মরিচ দ্রুত পঁচে যায়। গ্রামগঞ্জের আড়তে দাম বেশি।
ব্যবসায়ী মো. ইকবাল হোসেন জানান, কাঁচা মরিচ আমদানি না হওয়ায় সরবরাহে চাপ পড়েছে। সেজন্য হাট বাজারে বেশি দামে মরিচ বিক্রি হচ্ছে।
ক্রেতা মো. রমজান, রিয়াজ, আলিম ও সেকেন্দার মোল্যা জানান, গত সপ্তাহে এ কাঁচা মরিচের দাম ছিল ২৪০ টাকা থেকে ২৬০ টাকা কেজি। সেই মরিচের দাম এখন দাঁড়িয়েছে প্রতিকেজি ৩৬০
টাকা থেকে ৪০০ টাকায়। সে জন্য আমরা
প্রয়োজনের তাগিদে আড়াইশো গ্রাম করে কাঁচা মরিচ ক্রয় করলাম। প্রতিআড়াইশো গ্রামের দাম১০০ টাকা।
৪৭ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮৩ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
১৩৩ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬৬ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৭১ দিন ২১ ঘন্টা ১৮ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ০ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২০৫ দিন ১৩ মিনিট আগে