৭৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উপলক্ষে নড়াইলে আগত প্রশিক্ষণার্থীদের সাথে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আজ ৫ জুলাই পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আগত ১০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে পরিচয়পর্ব শেষে নড়াইল জেলা ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরেন জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নড়াইল। পুলিশ সুপার মহোদয় এ সময় প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেেশ্য বলেন, "দেশের সর্ব্বোচ্চ বিদ্যাপিঠ থেকে লেখাপড়া সম্পন্ন করে বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার হয়েছেন, এখন নিজের অর্জিত জ্ঞান এবং প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জ্ঞানকে দেশের কল্যাণে এবং জনগণের সেবায় কাজে লাগাতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপনাদের মতো মেধাবী, উদ্যোমী, আইটি বিষয়ে দক্ষ অফিসারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" সকলে সম্মিলিতভাবে সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার এবং জনমুখী প্রশাসন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয় প্রশিক্ষণার্থীদের বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" বই উপহার দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব দেবব্রত সরকার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, নড়াইলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নড়াইলে আগত প্রশিক্ষনার্থীবৃন্দ হলেন- জনাব শপথ বৈরাগী, সহকারী কমিশনার, জনাব মোঃ আলমগীর হোসেন, সহকারী কমিশনার, জনাব মোঃ রাশেদুল ইসলাম রানা, সহকারী পুলিশ সুপার, জনাব নাঈমা জাহান সুমাইয়া, সহকারী কমিশনার, জনাব সুমাইয়া জাহান ঝুরকা, সহকারী কমিশনার, জনাব মোঃ রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার, জনাব মোঃ নাবিল হোসেন, সহকারী কমিশনার, জনাব রবিন হালদার, সহকারী পুলিশ সুপার, জনাব এস, এম, নাজমুস ছালেহীন, সহকারী কমিশনার, জনাব মোঃ তামশিদ ইরাম খান, সহকারী কমিশনার, জনাব সাদমান সাকিব, সহকারী সচিব।
৪৭ দিন ২১ ঘন্টা ৫২ মিনিট আগে
৮৩ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৩ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬৬ দিন ২০ ঘন্টা ১০ মিনিট আগে
১৭১ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৮৫ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০৫ দিন ১১ মিনিট আগে