কার্ত্তিক দাস,নড়াইল :
খুলনা
মেডিকেল কলেজ হাসপাতালে হাতুড়িপেটায় নড়াইলের প্রতিবন্ধী কিশোর জুয়েলের মৃত্যু খবর এলাকায়
ছড়িয়ে পড়লে হিংস্র বাঘের মত ঝাপিয়ে পরে প্রতিপক্ষের লোকজনের ওপর। শনিবার(১৩ আগষ্ট)
রাতেই শুরু করে তান্ডব। প্রায় ২৫/৩০টি বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাট করা হয়। প্রতিপক্ষের
ক্ষিপ্ত সমর্থকদের ঠেকাতে গেলে পুলিশুসহ বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে
পুলিশ ৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০জনকে
আটক করা হয়।
পুলিশ
ও এলাকার মানুষ জানান,এলাকার আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার বাসগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর
গ্রামের আতিয়ার সিকদার এবং ইকরাম মোল্লার মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তি
করতে প্রশাসনসহ এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ বেশ কয়েকবার বৈঠক করেছেন।
কিন্তু তাতে কোন সুফল আসেনি। একাধিক মামলা মোকদ্দমাও চলমান রয়েছে। এরই শিকার হয় পান্নু ভুইয়ার প্রতিবন্ধী ছেলে জুয়েল।
জুয়েলের চাচাতো ভাই আল আমিন জানান,গত সোমবার (৯ আগষ্ট) সকালে জুয়েল
বাড়ি থেকে একটি ভ্যানে করে দোকানে যাচ্ছিল। বেদভিটা নামক স্থানে পৌছালে
কর্মচন্দ্রপুর গ্রামের ইয়াছিন,ফিরোজ,হাফিজসহ ৬ জন যুবক তাকে ভ্যান থেকে নামিয়ে
পাশের ভুট্রা ক্ষেতের মধ্যে ফেলে হাতুড়িপেটা করে পালিয়ে যায়।
এলাকার মানুষ তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে প্রথমে নড়াইল সদর
হাসপাতালে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খুলনায় তিন দিন চিকিৎসা
নেবার পর শনিবার (১৩ আগষ্ট) রাতে মারা যায়।
আজ
রোববার দুপুরে সরেজমিন ওই এলাকায় গেলে ক্ষুব্ধ প্রতিপক্ষের লোকজনের হামলায় ২৫/৩০টি
বাড়ি-ঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে। এ সময় তরিকুল ইসলাম,আতিয়ার সিকদার,উজ্জল শেখ,সুজন
শেখসহ প্রায় ৩০টি বাড়ি ভাংচুরসহ লুটপাটের ঘটনা ঘটে।
তরিকুল
ইসলাম জেলা প্রশাসনের গাড়িচালক। তার স্ত্রী ইয়াসমিন সুলতানা বলেন,এক থেকে দেড়,শ লোক
এলাকায় হামলা চালায়। হামলায় পাশের দারিয়াপুর গ্রামের লোকজনও অংশ নেয়। তিনি বলেন,দারিয়াপুর
গ্রামের আলী খান,আমির খান,নবীর খান,জমির খান,দুলাল খান,ফারুক খান,রাজু খান,মশিয়ার খানসহ
এক থেকে দেড়,শ মানুষ আমার বাড়ির ৪টি কক্ষ ভাংচুরসহ লুটপাট করে। তিনি দাবি করেন,মেয়ের
বিবাহ দেবার জন্য ১০ ভরি সোনার গহনা,৩টি বড় জাতের গরু লুট করা হয়। ভাংচুর করা হয় বাড়ির
সমস্ত আসবাবপত্র। এতে প্রায় ১৫/১৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি বলেন,আলী মিয়া জেলা
প্রশাসক কার্যালয়ে চাকুরি করে। তিনি আরো বলেন,নবীর খান পাশের বাড়ির একটি নারীকে জোর
করে পাশের বাগানে নিয়ে মুখ বেধে ধর্ষণের চেণ্টা করলে পুলিশ তাকে উদ্ধার করে।
নাম
প্রকাশ না করার শর্তে এলাকার মানুষ জানায়,তরিকুলের বাড়িতে যখন ভাংচুর করা হয় তখন খবর
পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ লোকজনের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। হামলাকারিদের
ইটের আঘাতে ৪ জন পুলিশ সদস্য আহত হন।
সহকারি
পুরিশ সুপার এস,এম কামরুজ্জামান বলেন,ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তিনি দাবি করেন,বর্তমানে
এলাকা পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। #
৪৭ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮৩ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩৩ দিন ২০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৬৬ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৭১ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
১৮৫ দিন ২১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৮৫ দিন ২২ ঘন্টা ২০ মিনিট আগে
২০৪ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে