নাসিরনগর উপজেলা সমিতি ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলন,সভাপতি ড. হাফিজ এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাফিন
শনিবার (২৬ অক্টোবর) নাসিরনগর উপজেলা সমিতি, ঢাকা এর দ্বিবার্ষিক সম্মেলন জাতীয় প্রেস ক্লাবের মিলতায়নে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ইব্রাহিম ভূঁইয়া রেনুর সভাপতিত্বে ও সদস্যসচিব শাহনেওয়াজ চৌধুরী(শাবাল) এর পরিচালনায় সভার প্রথম অধিবেশনে অতিথি হিসেবে নাসিরনগর এর বিশিষ্ট গন্যমাণ্য ব্যক্তিগণ সাবেক হাইকমিশনার সফি ইউ আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার গাজীউর রহমান, অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ এম এ মোনায়েম, লায়ন শরীফ,
সাবেক সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শোক প্রস্তাব পাঠের পর সাংগঠনিক প্রতিবেদন, আর্থিক প্রতিবেদন এবং সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির প্রস্তাব উত্থাপিত হয় এবং প্রস্তাবনাগুলো কন্ঠভোটে সর্বসম্মতভাবে গৃহীত হয়।অতঃপর সমিতির কমিটির সদস্যবৃন্দ এবং অতিথিদের বক্তৃতার মাধ্যমে সুশৃঙ্খলভাবে প্রথম পর্ব সমাপ্ত হয়।
সমিতির দ্বিতীয় পর্ব নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জনাব সৈয়দ আবদাল আহমেদ এর সভাপতিত্বে অন্যান্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শুরু হয়। সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রার্থিত পদে প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে প্রার্থীদের সাংগঠনিক
অভিজ্ঞতা, দক্ষতা ও সামাজিকভাবে গ্রহণযোগ্যতাসহ সার্বিক বিষয় পর্যালোচনাক্রমে বিভিন্ন পদে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করে যা উপস্থিত সদস্যবৃন্দ করতালির মাধ্যমে সম্মতি জানায়। আগামী দুবছর জন্য সমিতির একাত্তর সদস্যের কার্যকরি কমিটির মধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ২২ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করেন যার মধ্যে
সভাপতি হিসেবে প্রফেসর ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মো: সাফিন,
সহ সভাপতি শাহনেয়াজ চৌধুরী,মো. কাওছার মিয়া,১ ম যুগ্ম সা. সম্পাদক সৈয়দ সাফাত মোর্শেদ শুভ,যুগ্ম সা. সম্পাদক শাহনূল করিম গরীবুল্লাহ সেলিম,আবু কাওছার ভূঁইয়া,এড. আমিনুল ইসলাম মুনির,এড. লিয়াকত আলী,এড. মুহিদ উদ্দিন, সহকারী সা. সম্পাদক মো. জহিরুল ইসলাম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান বাবুল,মো. মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ,দপ্তর সম্পাদক আবুল হাসান চৌধুরী,সহ দপ্তর সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া,কোষাধক্ষ্য সাইফুল ইসলাম রিয়াদ,সহ কোষাধক্ষ্য মো. হাবিবুর রহমান,প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন রানা, সহ প্রচার সম্পাদক মো. জুমন আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক জিয়াউল করিম সোহেল নির্বাচিত হোন।
সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম সমাপ্ত হয়।