তুচ্ছ ঘটনার জের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ফতেহপুর গ্রামের চাঁন মিয়ার বাড়িতে শুক্রবার (১৯শে মে) কাঠাল পাড়ার তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন মধ্যযুগীয় কায়দায় রাহেলা আক্তার নামের এক নারীর একটি বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার অভিযোগ ওঠেছে। এসময় রাহেলার মা আম্বিয়া আক্তার মেয়ের ঘর ভাংচুর ও লুটপাটে বাঁধা দেওয়ার চেষ্টা করলে প্রতিপক্ষ মুগবুল আহম্মেদ(৪০) লিটন(৩২)কাউছার আক্তার (৩২) ও সীমা (২৫) আম্বিয়া আক্তার (৭০) কে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এসময় স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার চেষ্টা করলে হামলাকারীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাঁধা দেয়।
পরে ভুক্তভোগী পরিবারটি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগীতা চাইলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থালে পৌছে ওই নারীকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করান।
এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার ডিউটি অফিসার এসআই সবুজ চন্দ্র পাল বলেন, এধরণের একটি ঘটনার খবর পেয়ে থানার অফিসার সাইফুল ইসলাম ভূঁইয়াকে ঘটনাস্থালে পাঠানো হয়েছে।
১ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ১৬ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ দিন ২৪ মিনিট আগে
৪ দিন ৪৪ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে