সেনবাগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
সোমবার রাত সোয়া ২টার দিকে সেনবাগ থানার পুলিশের উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর গ্রামের মুন্সি বাড়ির দরজা সংলগ্ন মফিজ মার্কেটের একটি ঝোপ থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রগুলির মধ্যে রয়েছে ৫টি রাম দা, ৫টি লোহার রড, ৫টি স্টিলের পাইপ, ৩টি চাপাতি, ১০টি কাঠের লাঠি, ১টি ছোরা ও ১টি হলিস্টিক।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের নিয়মিত টহলের সময় একদল কিশোর গ্যাং সদস্যকে পুলিশ চ্যালেন্স করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা তল্লাশী করে দেশীয় অস্ত্রগুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
১৬ ঘন্টা ০ মিনিট আগে
২২ ঘন্টা ৩২ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ২১ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ১৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৯ দিন ১৮ ঘন্টা ৩ মিনিট আগে