১৮ অক্টোবর শেখ রাসেল দিবসকে জাতীয় ঐক্যের প্রতীক ও আগামী দিনের শিশুদের জন্য নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "লুটেরাদের বাংলাদেশ নয়, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই" স্লোগানকে ধারণ করে শেখ রাসেল দিবস পালন করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন।
উপস্থিত ছিলেন সাবেক নারী কাউন্সিলর ফারজানা হক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. মাজেদ, মো. সাকিব আর উপস্থিত ছিলেন সদস্য মো. সাগর নোমানী, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, জুবায়ের হোসেন রাজন, মাসুদ রানা, রাশেদুন নবী রাবু, আব্দুল আলিম,শামিউল, সালাউদ্দিন আহমেদ, হাবিবা খাতুন, শাহেদ সনু,হারুনুর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শেখ রাসেল দেশের সম্পদ। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র তিনি। দেশের জন্য ববঙ্গবন্ধু পরিবারকে জীবন দিতে হয়েছে। বিপথগামী সেনা সদস্যরা শিশুকেও ছাড়েনি। ন্যাক্কারজনক ওই হত্যাকাণ্ডের প্রতিবাদও জানান বক্তারা
৩০৪ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৭ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে