সারা দেশের মত রাজশাহীতে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস।
এ উপলক্ষে দিনটির প্রথম প্রহর থেকেই রাজশাহীর শহীদ মিনারগুলোতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ,রাজশাহী জেলা মোটর চালক লীগ, বিএনপি,জাসদ,জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।পরে সর্বসাধারণ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।এছাড়া সকালে রাজশাহীর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে উন্নত বাংলাদেশ নির্মানে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।
রাজশাহী জেলা মোটর চালক লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাতেন বাবুর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মোটর চালক লীগের নেতৃবৃন্দ ।
এ সময় মোটর চালক লীগের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোটর চালক লীগের সভাপতি মোঃ ফজলে রহিম খোকন এর সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি হানিফ খন্দকার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ফাহিমা বেগম কার্যনির্বাহী সদস্য , আকবর হোসেন যুগ্ন সাধারণ সম্পাদক , সাউথিয়া জামান মিম সাংগঠনিক সম্পাদক ও মোহাম্মদ আলী যুগ্ন সাধারণ সম্পাদক ।
এদিকে দিবসটি উপলক্ষে বাদ জুম্মা নগরীর সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এদিকে,রাজশাহীতে জেলা ও মহানগর তাঁতী লীগএবং সহযোগী সংগঠন সমূহের উদ্যোগে স্বাধীনতা যুদ্ধের মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ভুবন মোহন পার্কের শহীদ স্মৃতিস্তম্ভে ১ মিনিট নিরাবতা পালন শেষে,রাজশাহী জেলা তাঁতী লীগের সভাপতি জননেতা মাজদার রহমান মুকুলের নেতৃত্বে জেলা তাঁতী লীগের পুষ্পাঞ্জলি অর্পন করেন।শহীদ স্মৃতিস্তম্ভে কর্মসূচী পালন শেষে একটি বিজয় মিছিল সাহেব বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন,আব্দুল ওয়াদুদ দারা (সাবেক সংসদ সদস্য পুঠিয়া -দূর্গাপুর রাজশাহী),সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামীলীগ, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা সদস্য রাজশাহী জেলা আওয়ামীলীগ, মোটর চালক লীগের সদস্য বদিউজ্জামান,সেলিম,রফিকুল বাবুসহ প্রমুখ।
৩০৪ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৭ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৩৭০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে