রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল জলিলকে বিদায় সংবর্ধনা জানালেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী।
আজ(৩০ মার্চ) সকালে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মুক্তার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা নিবদেন করে বলেন, জেলা প্রশাসক আব্দুল জলিল ছিলেন আমাদের একান্ত আপনজন। তিনি এখানে থাকাকালীন সময়ে আড়ানি পৌরসভার কল্যাণে কাজ করে গেছেন। তিনি রাজশাহীতে যখন জেলা প্রশাসকের দায়িত্ব নেন, তখন পুরো বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ছিল। করোনা কালীন সময়ে তিনি মানবতার সেবায় নিজেকে উজাড় করে দেন। আমরা এও জানি, সেই সময় মরণব্যাধি করোনায় তিনিও আক্রান্ত হয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনায় আক্রান্ত মানুষের জন্য যে অনুদান দিয়েছিলেন, আমাদের জেলা প্রশাসক তার সঠিক ব্যবহার করে সকলের পাশে দাঁড়িয়েছিলেন। আপনি যেখানে থাকুন আপনাকে আমরা সবসময় মনে রাখবো। আমরা আড়ানি পৌরবাসি আপনার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক বলেন, আমি সাধরণত সব স্থানে যাওয়ার সুযোগ পাইনা। বাংলাদেশের যেকটি সম্পদশীল জেলা পরিষদ রয়েছে, তার ভিতর রাজশাহী অন্যতম। আপনারা আপনাদের সম্পত্তির সঠিক ব্যবহার করলে পৌরসভাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমি বাংলাদেশের যে প্রান্তে থাকি না কেন সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ্ ।
৩০৪ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৩০৫ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৪৬ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৪৯ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৬৭ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩৭০ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে
৪০৪ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৪০৭ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে