জয়পুরহাটের পাঁচবিবিতে ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর (বুধবার) মোহাম্মদ পুর ইউনিয়নের বিনধারা প্রথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দীলিপ কুমারের সঞ্চালনায় মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম পিন্টু সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
এসময় আরও বক্তব্য দেন পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রজন
এসময় মতবিনিময় সভায় সুবিধাভোগীদের কাছ থেকে তাদের কথা শোনেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তাদের মাঝে তুলে ধরেন এমপি সামছুল আলম দুদু।