রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা মাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের লাঙ্গলবাধ ও নাদুরিয়া নৌকার ঘাটে সপ্তাহে দুদিন এরকম দুরবস্থার সৃষ্টি হয়। সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার লাঙ্গলবাধ বাজার বসে, এই বাজারটি তিনটি জেলার সমন্বয়ে গঠিত। একদিকে রয়েছে মাগুরা জেলা ওপর দিকে রয়েছে ঝিনাইদহ জেলা আর অন্যদিকে রয়েছে রাজবাড়ী জেলা, এই তিন জেলার নিকটতম তিনটি উপজেলা শ্রীপুর শৈলকুপা এবং পাংশা এর জনসাধারণ এই বাজারে বাজার করে এবং তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য করায় বিক্রয় করে। কিন্তু পাংশা উপজেলার লোকদের এই বাজারে আসতে হলে নৌকার ঘাট পার হয়ে আসতে হয় প্রজাপ্ত পরিবার নওগাঁ থাকা সত্ত্বেও এত লোকের সমাগম ঘটে যার কারণে তারা একটি নৌকা দিয়েও এটা কাভার করতে পারেনা। তাইতো এরকম সপ্তাহে দুইদিন জনসাধারণ ভোগান্তির শিকার হয়। এই নৌকা ঘাটের পাশ দিয়েই নির্মিত হচ্ছে একটি সেতু যে সেতুটির কাজ খুবই ধীরগতিতে চলছে। এই সেতুটির কাজ যদি দ্রুত শেষ হয় তাহলে উত্তর এলাকার জনসাধারণের আর এই ভুগান্তি থাকবে না। জনসাধারণের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে দ্রুত যদি এই সেতুটির কাজ নির্মিত হয় তাহলে আমাদের এই রকম ধরনের নৌকা ঘাটে আর ভোগান্তির শিকার হতে হবে না। এই ভোগান্তি শুধু লাইনে দাঁড়িয়ে থাকা বা ঘন্টার পর ঘন্টা জ্যামে থাকা শুধু তাই নয় এখানে অনেক দুর্ঘটনা ঘটে থাকে মাল ভর্তি ভ্যান পানিতে উল্টে পড়ে যায়, এমনকি ভ্যান উল্টে গিয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটে এবং অনেকের অনেকের শারীরিক এবং আর্থিক প্রচুর ক্ষতি হয়ে থাকে। তাই ওত্র এলাকার জনসাধারণের দাবী পাশে যে গোড়ায় সে দুটি হচ্ছে সেতুটি দ্রুত নির্মিত হলে তাহলে অত্র এলাকার লোকজনের লাঙ্গলবাধ বাজারে তাদের প্রয়োজনীয় পণ্য বা ফসল সুন্দরভাবে করাই বিক্রয় করতে পারবে।
৫ দিন ৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৫ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১১ মিনিট আগে
১৯ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ৭ মিনিট আগে
২৮ দিন ৭ ঘন্টা ২১ মিনিট আগে