রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাস্তা বন্ধ করতে বাঁশের বেড়া নির্মাণ, অবরুদ্ধ কয়েকটি পরিবার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর গ্রামে কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে প্রতিপক্ষ এক পরিবার। এতে ভুক্তভোগী কয়েকদিন ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। এমন ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের নতুনচর এলাকায়। কয়েকটি পরিবারের যাতায়াতের পথ আটকে অবরুদ্ধ করে রেখেছেন প্রতিপক্ষ মোঃ ইউনুচ ফকির, মোঃ মুছা ফকির, মোঃ দেলোয়ার ফকির গংয়ের সদস্যরা।
শনিবার (২৩ নভেম্বর) সকালে সরেজমিন নতুনচর গ্রামের ভুক্তভোগী আব্দুল কুদ্দুস ফকিরের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার বাড়ির চলাচলের রাস্তার মূল প্রবেশদ্বারের সামনে ৫ ফুট উচ্চতার বাঁশের একটি বেড়া। এতে কয়েকটি পরিবার গত ৩/৪ দিন ধরে অবরুদ্ধ হয়ে আছে। ফলে ভুক্তভোগীদের বাড়িতে প্রবেশ করতে হলে কয়েক বাড়ির পেছন দিয়ে ঘুরে যেতে হয়।
থানার অভিযোগ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ কয়েক যুগ ধরে বালিয়াকান্দি উপজেলার নতুনচর এলাকার আব্দুল কুদ্দুস ফকির তাদের জমিতে বসতঘর নির্মাণ করে পরিবার বর্গ নিয়ে বসবাস করে আসছেন। দীর্ঘ দিন আগে নিজ বাড়িতে যাতায়াতের পথের জন্য রাস্তা থেকে বাড়ির সীমানা পর্যন্ত রাস্তা ব্যবহার করছেন। অভিযোগকারী আব্দুল কুদ্দুসের চাচাতো ভাই অভিযুক্তরা নতুনচরের মৃত তাছের ফকিরের ছেলে ইউনুচ ফকির (৫৫), মুছা ফকির (৫০), দেলোয়ার ফকির (৪৫), তোফাজ্জল ফকির (২৯), আকামুদ্দিন ফকির (৩০) ও আলম ফকির (৩২) জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ৭টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে এসে বাড়ির থেকে বেড় হওয়ার একমাত্র পথটি বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলে। যার কারণে বাড়ি থেকে বাইরে যাওয়া আসায় সমস্যায় পড়তে হচ্ছে। কয়েকটি পরিবার একেবারেই অবরুদ্ধ হয়ে পড়েছে। এব্যাপারে ২২ নভেম্বর আব্দুল কুদ্দুস ফকির বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা বলেন, এনাদের জমিজমা সংক্রান্ত ঝামেলা বেশ দীর্ঘদিন যাবৎ। এখানে কেউ কারো ছাড় দিচ্ছে না। ইউনুচদের লোকজন বেশি থাকায় আব্দুল কুদ্দুস ফকির তাদের সঙ্গে পেরে উঠছে না। এমনকি ইউনুচ গংরা এলাকার কারো কথা শোনে না। এলাকার গণ্যমান্য কয়েকজন বেড়া দিতে নিষেধ করেছিল কিন্তু তারা সেটা মানেন নাই। আমরা প্রশাসনের মাধ্যমে এটার সঠিক সমাধান চাই।
ভুক্তভোগী আব্দুল কুদ্দুস ফকির বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে আমরা এই স্থানে বাস করছি। জমিতে বসবাসের অবস্থান অনুযায়ী এই যাতায়াতের স্থান আমাদের প্রাপ্য। সম্পূর্ণ জোর করে তারা আমাদের বাড়ির প্রবেশদ্বার আটকে দিয়েছেন। যার ফলে আমরা কয়েকটি পরিবার বর্তমানে অবরুদ্ধ আছি। আমি এর সঠিক বিচার চাই।
অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে বাড়ির মধ্য থেকে বলেন, তারা কেউ বাড়িতে নাই। আর এটা আমাদের জায়গা, তাই আমরা আটকে দিয়েছি।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।