কক্সবাজারের পেকুয়ায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে মিশুক গাড়ি উল্টে প্রাণ হারালো পাঁচ বছর বয়সী ছেলে মুনতাকির। এতে আহত হয়েছেন মা শাহেদা সুলতানা টুম্পা (২৬)। নিহত শিশু মুনতাকির মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার রেজাউল করিম বাবুর ছেলে।
বৃহষ্পতিবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী ফতেহআলী মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজন আনছার কামাল বলেন, সকালে ছেলে মুনতাকিরকে সঙ্গে নিয়ে পেকুয়া বাজারে ডাক্তার দেখাতে যায় মা শাহেদা সুলতানা টুম্পা। চিকিৎসা শেষে মিশুক গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। বানৌজা সড়কের মাতবর বাড়ির পয়েন্টে গাড়ি উল্টে ঘটনাস্থলে মারা যায় ছেলে মুনতাকির। গুরুতর আহত হন মা শাহেদা সুলতানা টুম্পা । প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে পেকুয়া লাইফ কেয়ার হসপিটালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মুনতাকিরকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসাইন বলেন, দুর্ঘটনায় মুনতাকির নামে এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
৩০ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১০৫ দিন ২৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৩১ দিন ১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৪ দিন ১৫ ঘন্টা ১১ মিনিট আগে
১৬১ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৬৬ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৭২ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ১৬ মিনিট আগে