কক্সবাজারের পেকুয়া দক্ষিণ মেহেরনামা এলাকায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করার দাবী করেছে র্যাব-১৫। এসময় তাদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র্যাব-১৫।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় র্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে পেকুয়া দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া এলাকায় চকরিয়া-পেকুয়াগামী পাকা সড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালানো হয়। এসময় আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে ২টি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার এবং ২টি এন্ড্রয়েট ও ১টি বাটন ফোন, ৫টি সীম কার্ড, নগদ ছয় হাজার ছয়শত টাকা জব্দ করা হয়।
র্যাবের হাতে আটককৃতরা হলেন, পেকুয়া রাজাখালীর মোঃ আনছারুল ইসলাম এবং পেকুয়া বারবাকিয়ার আমিনুর রশিদ।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আনছারুল ইসলাম রাজাখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
৩০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৬ দিন ১ মিনিট আগে
১৩১ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫৪ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬১ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭২ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে