পেকুয়া উপজেলার রাজাখালী, উজানটিয়া, পেকুয়া সদর ও মগনামা ইউনিয়নের ৪৮ গরীব পরিবার উপজেলা প্রশাসনের দপ্তরে একবছর আগে থেকে নীতিমালার আলোকে আবেদন জমা দিয়েও সরকারি টিউবওয়েল বরাদ্দ পাচ্ছে না। এই অবস্থার কারণে পরিবারগুলো নিরাপদ সুপেয় পানি সংকটে পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা সুপেয় পানির অভাব থেকে পরিত্রাণ পেতে তাদের আবেদনের আলোকে সরকারি বরাদ্দে টিউবওয়েল (গভীর নলকূপ) পেতে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সরকারি বরাদ্দে একটি করে টিউবওয়েল ( গভীর নলকূপ) পেতে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে নীতিমালা অনুসরণ করে আবেদন জমা দিয়েছেন মোট ৪৮ গরীব পরিবার। আবেদনকারীদের মধ্যে আছেন লবণ চাষ অধ্যুষিত জনপদ পেকুয়া উপজেলার রাজাখালী, উজানটিয়া, পেকুয়া সদর ও মগনামা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, পেকুয়া উপজেলার রাজাখালী, উজানটিয়া, মগনামা ও পেকুয়া সদর ইউনিয়নের বেশিরভাগ এলাকায় বছরজুড়ে পানির স্তর তুলনামূলক অনেক নীচে থাকে। সেকারণে ব্যক্তিগত ভাবে বসানো টিউবওয়েল গুলোতে ঠিক মতো সুপেয় পানি পাওয়া মুশকিল হয়ে পড়ে। বিপরীতে এসব এলাকায় সরকারি ভাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে দেওয়া টিউবওয়েল গুলো গভীরে বসানোর কারণে পানি সহজে পাওয়া যায়।
মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস চৌধুরী বলেন, যেসব এলাকায় পানির স্তর তুলনামূলক নীচে থাকে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ভাবে টিউবওয়েল গুলো বরাদ্দ দেওয়া দরকার। পাশাপাশি লবণ চাষ অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আমার মগনামা ইউনিয়নে এই সমস্যা একটু বেশি।
গত একবছর আগে উপজেলা প্রশাসনের দপ্তরে আবেদনকারীদের মধ্যে রয়েছেন পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালীর তোফাইল আহমদ,ইব্রাহিম , নেছার আহমেদ, আবুল কাশেম,গোয়াখালীর, নাছির উদ্দিন, তৈল্যাকাটার সেতারা বেগম,জিয়াবুল হক,পশ্চিম তেলিয়াকাটা জামে মসজিদ, আহমদ ডিলার চৌমহনী জামে মসজিদ, মধ্যম মেহেরনামা জামে মসজিদ, মগনামার পশ্চিম কুলের আবু মুছা,পূর্বকুলের রফিক উদ্দিন,বহদ্দার পাডার রিয়াজ উদ্দিন, সুতাচুডার, কলি আক্তার,বারবাকিয়ার রমিজ উদ্দিন, রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাডার ইলিয়াস,আবদুল মালেক, সেলিম উদ্দিন, মাতবরপাডার আবদু সফুর,,মোর্শেদ আলম আবদুল কাদের,আমিলাপাডার আবুল আবছার,রায়বাপের পাডার,ইউনুস,দশের ঘোনার,নুরুল ইসলাম, মৌলভীপাডার, কুলসুমা বেগম, উজানটিয়া ইউনিয়নের কইডাবাজারের আবু আহমেদ, সেলিনা আকতার, রুপালীবাজারের সেলিনা আকতার, পেকুয়ারচর আকলিমা সোলতানা,বারাইয়াকাটার জামাল হোসাইন, মগকাটার বেলাল উদ্দিন, সিরাদিয়ার, জালাল আরমান, জালিয়াখালির, জীবন আরা, মাতবরপাডার আবদুর রহিম, টৈটং ইউনিয়নের সোনাইছডির মোক্তার আহমদ,জুনাইদ সিদ্দিকী, মছনিয়াকাটার মহিউদ্দিন, ওসনান গনি,মিয়া পাডার রুহুল কাদের মাস্টার, উজানটিয়া ভেলুয়াপাডার রেজিয়া বেগম, ফকিরপাডার, আবছার,মগনামা বাজার পাডার ফরিদুল আলম, পেকুয়া শেখেরকিল্লা ঘোনার রুজিনা আক্তার, মেহেরনামার শহিদুল ইসলাম, সরকারী ঘোনার আবদুল খালেক,তেল্যাকাটার বারেক মিয়া,টৈটং সোনাইছডির জোস্না আক্তার ও উজানটিয়া ইউনিয়নের নুরীর পাডার শফিউল আলম।
আবেদনকারীররা দাবি করেন, উপজেলা প্রশাসনে আবেদন জমা দিলেও স্থানীয় পর্যায়ের কতিপয় সিন্ডিকেট চক্রের কারসাজির কারণে আমরা সরকারি টিউবওয়েল বরাদ্দ পাইনি। আমরা চাই, চকরিয়া পেকুয়া আসনের নবনির্বাচিত এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক আমাদের আবেদন বিবেচনা পুর্বক টিউবওয়েল বরাদ্দ দিয়ে সুপেয় পানির দুর্ভোগ থেকে মুক্ত করবেন।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী বাবুল ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, গরীব পরিবার গুলোর নিরাপদ পানির দুর্ভোগ দুর্দশা লাগবে স্থানীয় এমপি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
৩০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৬ দিন ১ মিনিট আগে
১৩১ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫৪ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬১ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭২ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে