কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩১ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নর আলী মাতাবর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই এলাকার মৃত ফয়েজ আহমেদ ছেলে।
নিহতের ছোট ভাই রিফাত বলেন, আমজাদের পাকা বাড়ির নির্মাণ কাজ চলছে। নির্মাণ শ্রমিকের সাথে সে কাজ করছিল। আগে থেকে বাড়ির উপর দিয়ে পল্লী বিদ্যুতের বিদ্যুত সঞ্চালনের তার ছিল। লোহার রড নড়াচড়া করার সময়ে বিদ্যুতের তারে লেগে স্পৃষ্ট হয়।
এ সময় সে ৪/৫ হাত দুরে গিয়ে পড়ে যায়। মুমুর্ষবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমজাদ তিন সন্তানের জনক বলে জানা গেছে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩০ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৬ দিন ১ মিনিট আগে
১৩১ দিন ১৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫৪ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৬১ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
১৬৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে
১৭২ দিন ২০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৭৪ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে