পিরোজপুরের কাউখালীতে পাইপগানসহ দুইজন গ্রেফতার হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১২.১৫ মিনিটের সময় এস.আই মশিউর রহমান ইসলাম এর নেতৃত্বে এস,আই নজরুলসহ ৭/৮জন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আইরণ ঝাপূর্ষী গ্রামের মৃত: সামসুল হক রাঢ়ীর বাড়ীতে তল্লাসী চালালে সামসুল হক রাঢ়ীর পুত্র শহীদুল ইসলাম তৌফিক (৪০) এর রান্না ঘরে জ্বালানী কাঠের মধ্যে একটি কালো গেঞ্জি দিয়ে মোড়ানো পাইপ গানটি রাখা ছিল।
তৌফিককে গ্রেফতার করা হলে তার দেয়া তথ্য অনুয়ায়ী পার্শ্ববর্তী ঝালকাঠী সদর উপজেলার গুয়াটন গ্রামের ইমান আলী হাওলাদার এর পুত্র রাকিব (২২) কে গ্রেফতার করা হয় এবং একই গ্রামের মৃত: আমজেদ আলী তালুকদার এর পুত্র চুন্নু তালুকদার (৩৫) পলাতক রয়েছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ বনি আমিন দেশচিত্র পত্রিকার জেলা প্রতিনিধিকে জানান যে ,তিন জন আসামীর মধ্যে দুইজনকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং বাকী একজন পলাতক রয়েছে তাকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
১৬ দিন ৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৭ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে
৩৪ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৯ দিন ১১ ঘন্টা ২৮ মিনিট আগে
৭২ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে