রামগড়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত
এমদাদ খান রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে নানা আয়োজনে উদযাপিত হল ভূমি সেবা সপ্তাহ ২০২৩। উপজেলা ভূমি অফিস এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সোমবার (২২ মে)) সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ভূমি সেব সপ্তাহের উদ্বোধন করা হয়। পরে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মমতা আফরিন এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কারবারী। বিশেষ অতিথি ছিলেন রামগড় পৌরসভার মেয়র মো: রফিকুল আলম কামাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদ্দাম হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মানস চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু।
সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বিশেষ সন্মানা স্মারক প্রদান করা হয়।
১৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৮ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৮ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
১১৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে