রামগড়ে ঈদে মিলাদুন্নবী (স,)পালিত
এমদাদ খান রামগড় প্রতিনিধি
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ রবিউল আউয়াল) সারা দেশের মত রামগড়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) রামগড় খানকায়ে কাদেরিয়া ওয়াজিহিয়া হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে র্য্যালি বের হয়ে রামগড় পৌর শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে খানকায়ে কাদেরিয়া ওয়াজিহিয়া হামিদিয়া মাদ্রাসা এসে তাবারুক বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয়।
বিশ্বের মুসলমানরা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবসকে ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করে।৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।তাঁর বাবা আবদুল্লাহ ও মা আমিনা। জন্মের আগেই তিনি বাবাকে এবং ছয় বছর বয়সে মাকে হারান।