খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নির্মাণ শ্রমিক গুরুতর আহত
মোহাম্মদ এমদাদুল হক খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুইজন নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পানছড়ির হারুবিল এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, আংকুর মিয়া (২৮) ও আব্দুর রশিদ (৪৩)। স্থানীয়রা জানান, কাজ শেষে তিনজন শ্রমিক মোটরসাইকেলে করে পানছড়ি সদরে ফিরছিলেন, সন্ধ্যা ৬টার দিকে হারুবিল এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ব্রাশ ফায়ার করে এতে আংকুর মিয়ার মাথায় এবং আব্দুর রশিদের হাতে ও উরুতে গুলি লাগলে তারা গাড়ি থেকে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় বিজিবি আহতদের উদ্ধার করে পানছড়ি হাসপাতালে নিয়ে আসে। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিক কে বলেন, অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
১৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৮ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১০৮ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১১৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে