বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন-নিপীড়নের খবর সত্য নয়। এগুলো স্রেফ গুজব। ত্রিপুরার সাব্রুমে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকে তা জানানো হয়। সোমবার(১৯ আগস্ট) রামগড় সীমান্তের ওপারে সাব্রুম স্থলবন্দরের আইসিপি ভবনে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ণের ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সত্যত্যা সম্পর্কে জানতে চাইলে বিজিবির পক্ষ থেকে এসব খবর গুজব বলে জানানো হয়। বৈঠকে ১৫ সদস্যের বিজিবির নেতৃত্ব দেন ৪০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ৯৬ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী অভিমুন্য জা। এছাড়া রামগড়স্থ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন ও ১০৯ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট শ্রী অশোক কুমার বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দেশে ফিরে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর নির্যাতন-নিপীড়ণের খবর প্রকাশ-প্রচার করা হয়। বিএসএফের তরফ থেকে এসব খবরের সত্যত্যা জানতে চাওয়া হয়। বিজিবির পক্ষ থেকে এসব খবর স্রেফ গুজব এবং সংখ্যালঘুরা সম্পূর্ন নিরাপদ ও স্বাভাবিকভাবে জীবনযাপন করছে বলে তাদেরকে জানানো হয়।
তিনি আরও বলেন, বৈঠকটি ছিল মূলত: রুটিন বৈঠক। বৈঠকে চোরাচালান, সীমান্তে অবৈধপারাপার, মাদক পাচার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সীমান্তে অপরাধ দমন ও শান্তিপূর্ন অবস্থা বজায় রাখতে পারস্পারিক তথ্য আদান-প্রদান ও সহযোগিতার বিষয়ে দুপক্ষ একমত পোষণ করে। সোমবার বেলা সাড়ে ১১ টা হতে প্রায় ২ টা পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
১৬ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে
২১ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯৮ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৮ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
১১৩ দিন ১৪ ঘন্টা ৯ মিনিট আগে