তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

রাঙ্গুনিয়ায় মসজিদে নামাজ বন্ধের অভিযোগ, ব্যবহার হচ্ছে ধান রাখার জায়গা হিসেবে________


মধ্যপ্রাচ্যের অনুদানে রাঙ্গুনিয়ায় নির্মিত একটি মসজিদের কার্যক্রম বন্ধ রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। মসজিদটিতে রাখা হচ্ছে ধান ও গাছ। এমনকি মসজিদের নামের একটি মিটারও ব্যবহার করছে পার্শ্ববর্তী একটি পরিবার। মসজিদ জুড়ে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের সৃষ্টি হয়ে ধুলোর আস্তরণ পড়েছে পবিত্র কুরআন শরীফে। এই নিয়ে ক্ষুব্ধ  এলাকাবাসী মসজিদটি উন্মুক্তের দাবীতে ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানালে তিনি ইসলামী ফাউন্ডেশনকে তদন্তের দায়িত্ব দেন। 


স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ নিশ্চিন্তাপুর মুমেনাবাদ এলাকার জনৈক সৈয়দ আহমদের তত্ত্বাবধানে মমধ্যপ্রাচ্যের সারজার একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদানে ২০১১ সালে মসজিদে হযরত উম্মে ছালমা (রা:) নামে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। কিন্তু উদ্বোধনের কিছুদিন পর থেকেই এটি বন্ধ করে তালাবদ্ধ করে রেখে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ এলাকাবাসীর। এতে একদিকে যেমন মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে অন্যদিকে মসজিদ থাকার পরও মসজিদে নামাজ আদায় থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ।


বুধবার (৩ মে) লিখিত অভিযোগের প্রেক্ষিতে মসজিদ পরিদর্শনে যান উপজেলা ইসলামী ফাউন্ডেশন ফিন্ড সুপারভাইজার মো. আবু তাহের, ও এমসি মৌওলানা কাজী জহিরুল ইসলাম। তাঁরা জানান, মসজিদের বিভিন্ন তথ্য নেওয়া হয়েছে। তবে মসজিদের প্রতিষ্ঠাতা মাওলানা সৈয়দ আহমদের মোবাইলে সংযোগ পাওয়া যায়নি। ইউএনও বরাবর রিপোর্ট প্রদান করা হবে।


এসময় দেখা যায়, মসজিদের ভেতর ছড়িয়ে থাকা ধান ও ছাগলের মলমূত্রে ভরা। মসজিদের এক কোণে রাখা দুটি কুরআনের উপর ময়লায় স্তুপ জমেছে। পাশে বস্তা করে রাখা হয়েছে ধান। মানুষের পদচারণ না থাকায় বাইরে থেকে লম্বা হওয়া ঘাস ভিতরে প্রবেশ করেছে। মসজিদের টয়লেটও পরিত্যক্ত হয়ে আছে। মসজিদের বিদ্যুৎ এর মিটারটিও ব্যবহার করছেন পাশ্ববর্তী একটি পরিবার। মসজিদের মাঠে সবজি চাষ করা হয়েছে। এক প্রকার পরিত্যক্ত জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে মসজিদটি।


স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান(৬৫) জানান, দীর্ঘদিন যাবত মসজিদ কার্যক্রম বন্ধ রয়েছে। মসজিদটি পরিচালনায় কমিটি দিতে বললেও তাও দেওয়া হয়না। এলাকার স্বার্থে অতিদ্রুত মসজিদ কার্যক্রম চালু করা প্রয়োজন। 


আবদুল খালেদ (৭০) নামে একজন বলেন, মসজিদটি বন্ধ থাকায় বিকল্প মসজিদ হিসেবে আমাদের দুটো পাহাড় টপকে অন্য মসজিদে যেতে হয়। ৫০ থেকে ৬০ পরিবার আমরা কষ্টে আছি। 


আমেনা বেগম নামে এক মহিলা জানান, আজানই শুনি না। মাঝেমধ্যে মনে হয় হিন্দু পাড়াই বসবাস করছি। মসজিদ চালু হলে আমাদের শিশুরা মক্তবে আরবী পড়তে পারবে, নামাজ পড়তে পারবে।


তত্ত্বাবধায়ক সৈয়দ আহমদের সাথে দেখা না হলেও তার ভাইয়ের ছেলের বউ সাইরা বেগমের সাথে কথা হয়। তিনি বলেন, কি কারণে মসজিদ বন্ধ রাখা হয়েছে জানিনা। তবে আমার ছেলেরা মসজিদে আজান দেয়। নামাজ পড়ে। তিনি মসজিদটি পরিপূর্ণভাবে চালু করার আহবান জানান।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, নামাজ আাদায়ের জন্য  মসজিদ উম্মুক্তের বিষয়ে অভিযোগ পেয়েছি। এই বিষয়ে ইসলামী ফাউন্ডেশনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তাদের তদন্ত প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর